নতুন অবকাঠামোগত উন্নয়নে বাংলাদেশের সঙ্গে কাজ করার আগ্রহ জাইকার

বিশেষ প্রতিনিধি: নতুন অবকাঠামোগত উন্নয়নে বাংলাদেশের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে জাইকা। আজ বৃহস্পতিবার (০৬ জুলাই) রাজধানীর শেরে বাংলা নগরের পরিকল্পনা মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে এই আগ্রহের কথা জানান জাইকার নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ইয়ামাদা জুনিচি।
জুনিচি বলেন, জাপান প্রস্তুত আছে, আমরা বাংলাদেশের সঙ্গে কাজ করতে চাই। গত কয়েক দিনে আমরা মাথারবাড়ি, চট্টগ্রামের আড়াইহাজারসহ বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেছি।
এসব প্রকল্পের অগ্রগতি নিয়ে আমরা সন্তুষ্ট।
তিনি আরো বলেন, অবকাঠামোগত উন্নয়ন বৈদেশিক বিনিয়োগকে আকর্ষিত করে, আর এ ক্ষেত্রে জাইকা তথা জাপান সরকার বাংলাদেশকে সহায়তা করবে। মানব সম্পদের উন্নয়নও অবকাঠামের উন্নয়নে ভূমিকা রাখবে।
সুদের হারের বিষয়ে তিনি বলেন, সুদের হার নির্ধারণ করে জাপান সরকার।
এই রেট সব দেশের জন্য সমান এবং আমি মনে করি আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী সুদহার নির্ধারণ করা হয়। আর এই হার সব দেশের জন্য একই।
এসময় পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেন, বাংলাদেশর প্রকল্প প্রক্রিয়া সময় লাগে- এটা নিয়ে তারা আপত্তি জানান। তারা মূলত হলি আর্টিজানে নিহত জাপান নাগরিকদের শ্রদ্ধা জানাতে আসেন।
বাংলাদেশে চলমান বিভিন্ন প্রকল্প নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন তারা।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ প্রতিনিধি মো: লোকমান হোসেন পলা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.