নড়াইলে হিন্দু সম্প্রদায়ের উপর হামলার প্রতিবাদে টাঙ্গাইলে মানববন্ধন

টাঙ্গাইল প্রতিনিধি: নড়াইলে হিন্দু সম্প্রদায়ের উপর হামলা ও ভাঙচুরের প্রতিবাদে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন সম্মিলিত সামাজিক আন্দোলন টাঙ্গাইল।
বৃহস্পতিবার (২১ জুলাই) বিকেলে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধন থেকে নড়াইলের ঘটনার তীব্র নিন্দা, প্রতিবাদ ও প্রকৃত দোষীদের শাস্তি দাবি করা হয়।
সম্মিলিত সামাজিক আন্দোলন টাঙ্গাইলের সভাপতি আলহাজ্ব সাজ্জাদ হোসেন খোশনবীশ এর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন- অসাম্প্রদায়িক মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে ওঠা বাংলাদেশে কোন সাম্প্রদায়িকতার স্থান নেই।এই বাংলা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবার। সবাই এখানে সুখে- শান্তিতে মিলেমিশে বসবাস করবে।
মানববন্ধনে বক্তব্য রাখেন- সম্মিলিত সামাজিক আন্দোলন টাঙ্গাইলের সভাপতি আলহাজ্ব সাজ্জাদ হোসেন খোশনবীশ, সাধারণ সম্পাদক সৈয়দ নাজমুল হোসেন, নিরাপদ সড়ক চাই টাঙ্গাইল জেলা সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ঝান্ডা চাকলাদার, টাঙ্গাইল জেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক অজয় কুমার সাহা, টাঙ্গাইল জেলা হিন্দু- বৌদ্ধ- খ্রিস্টান ঐক্য পরিষদের যুগ্ম সম্পাদক তমাল বিহারী দাস প্রমুখ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর টাঙ্গাইল প্রতিনিধি লুৎফর রহমান উজ্জল। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.