খুলনা ব্যুরো: নড়াইল সদরে গোপন বৈঠকের সময় জেলা জামায়াতের সেক্রেটারি আতাউর রহমান বাচ্চুসহ ৩ জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
গতকাল বুধবার সন্ধ্যায় নড়াইল সদরের দলজিতপুর গ্রামের একটি বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ জানায়, শাহাবাদ ইউনিয়নের জামায়াত নেতা ফারুকুজ্জামানের বাড়িতে নাশকতার উদ্দেশ্যে গোপন বৈঠক চলছে, এমন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে জেলা জামায়াতের সেক্রেটারি আতাউর রহমান বাচ্চু, আউড়িয়া ইউনিয়ন জামাত নেতা আবুল হাসান ও মো. ফারুকুজ্জামানকে আটক করে।
নড়াইল জেলা পুলিশ সুপার মো. জসিমউদ্দিন পিপিএম ঘটনার সত্যতা স্বীকার করে বিটিসি নিউজ প্রতিনিধিকে জানান, আগে থেকেই নাশকতা সৃষ্টিকারী ও একাধিক মামলার আসামী বাচ্চুকে পুলিশ দীর্ঘদিন ধরে খুঁজছিল।#
Comments are closed, but trackbacks and pingbacks are open.