নটিংহ্যামের কাছে ধরাশায়ী ম্যানইউ

বিটিসি স্পোর্টস ডেস্ক: বাজে সময়ের মধ্যদিয়ে যাওয়া ম্যানচেস্টার ইউনাইটেডের জয় দিয়ে বছর শেষ করার ভালো একটা সুযোগ ছিল। ২০২৩ সালের শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ ছিল পুঁচকে নটিংহ্যাম ফরেস্ট। কিন্তু উল্টো এরিক টেন হাগের শিষ্যদের চমকে দিয়ে ২-১ গোলে জিতে নিল নটিংহ্যাম
ম্যানইউ ১৯৯৪ সালের পর নটিংহ্যামের বিপক্ষে প্রথমবার হারল। যেখানে প্রিমিয়ার লিগে এর আগে ইউনাইটেডের বিপক্ষে নটিংহ্যাম একমাত্র জয়টি পেয়েছিল ১৯৯৪ সালে; ওল্ড ট্র্যাফোর্ডের সেই ম্যাচে ২-১ গোলে জিতেছিল তারা।
শনিবার নটিংহ্যামের মাঠে তিনটি গোলই হয় দ্বিতীয়ার্ধে। নিকলাস দমিনগেসের গোলে পিছিয়ে পড়া দলকে সমতায় ফেরান মার্কাস র্যাশফোর্ড। এরপর মরগ্যান গিবস-হোয়াইট গড়ে দেন ম্যাচের ভাগ্য।
ম্যাচের ৬৪তম মিনিটে সমর্থকদের উচ্ছ্বাসে ভাসিয়ে এগিয়ে যায় নটিংহ্যাম। ডান দিক থেকে সতীর্থের বাড়ানো পাস ধরে দমিনগেসের উদ্দেশে আড়াআড়ি ক্রস বাড়ান গনসালো মনতিয়েল। আর্জেন্টাইন মিডফিল্ডার নিখুঁত শটে খুঁজে নেন জাল। কিছু বুঝেই উঠতে পারেননি ইউনাইটেড গোলরক্ষক আন্দ্রে ওনানা।
ইউনাইটেড পিছিয়ে পড়ার পরই গা ঝাড়া দিয়ে ওঠার চেষ্টা করে। ৬৭তম মিনিটে কর্নারে আলেহান্দ্রো গারনাচোর সাইড ভলি যায় বাইরে। ৭৮তম মিনিটে স্বস্তি ফিরে ইউনাইটেড শিবিরে। এই গোলে অবশ্য নটিংহ্যাম গোলরক্ষকের ভুলের দায় সবচেয়ে বেশি। সতীর্থের ব্যাক পাস ক্লিয়ার করতে দুর্বল শট নেন গোলরক্ষক টার্নার। বল চলে যায় বক্সের একটু উপরে গারনাচোর পায়ে। বক্সে ঢুকে তিনি আড়াআড়ি পাস বাড়ান অন্য প্রান্তে ফাঁকায় র‌্যাশফোর্ডকে। দারুণ শটে লক্ষ্যভেদ করেন এই ইংলিশ ফরোয়ার্ড।
তবে ইউনাইটেডের এই স্বস্তিও উবে যায় চার মিনিট পরই। ক্রিস্তিয়ান এরিকসেনের শট টার্নার ফেরানোর পরই পাল্টা আক্রমণে ফের এগিয়ে যায় নটিংহ্যাম। অ্যান্থনি এলাঙ্গার পাস পেয়ে বক্সের উপরে ঠিক মাঝখান থেকে বাঁকানো শটে জাল খুঁজে নেন মরগ্যান গিবস-হোয়াইট। ওনানা ঝাঁপিয়েও পাননি বলের নাগাল।
লিগে এটি ইউনাইটেডের নবম হার। ২০ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে থেকে বছর শেষ করল টেন হাগের দল। ২০ পয়েন্ট নিয়ে পঞ্চদশ স্থানে থেকে বছর শেষ করলেও অবিশ্বাস্য এক জয় সঙ্গী হলো নটিংহ্যামের। ১৯ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে লিভারপুল। সমান পয়েন্ট নিয়ে দুইয়ে এক ম্যাচ বেশি খেলা অ্যাস্টন ভিলা। ১৯ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে ম্যানচেস্টার সিটি। তাদের সমান পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে নেমে গেছে আর্সেনাল। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.