নচিকেতার নতুন অ্যালবাম : “রুফটেরেসে মাধবীলতা” (ভিডিও)

কলকাতা প্রতিনিধি: গত ১৯শে এপ্রিল প্রসিদ্ধ সঙ্গীত  শিল্পী শ্রী নচিকেতা চক্রবর্তীর একটি মিউজিক ভিডিও রিলিজ করল৷ যারা নাম রুফটেরেসে মাধবীলতা৷  এই মিউজিক ভিডিওটি ইতিমধ্যেই সঙ্গীত প্রেমী মানুষের হৃদয়েম জায়গা করে নিয়েছে।
এই ভিডিয়টি নিয়ে মানুষের উৎসাহের আরও একটা কারণ হল নচিকেতা চক্রবর্তী যিনি সর্বদা নিজের লেখা গানই গেয়ে থাকেন, তিনি এই ভিডিয়টিতে লিরিসিস্ট, কবি এবং কম্পোজার শ্রী শিবনাথ বন্দ্যোপাধ্যায়ের এবং কবি ঔপন্যাসিক শ্রীমতী কুমকুম চক্রবর্তীর লেখা  কথায় গান গেয়েছন।
রুফটেরেসে মাধবীলতা -য় নিখুঁত শব্দের জাগলারি এবং নচিকেতার কন্ঠের মাদকতা যে চরম রোমান্টিক এবং একই সঙ্গে স্বর্গীয় আবেদন রাখতে পেরেছে তা শ্রোতার মনকে ভীষণ ভাবে ছুঁতে পেরেছে।
মিউজিক ভিডিওটিতে সুর দিয়েছেন শ্রী রাণা সরকার, সঙ্গীত আয়োজন করেছেন সুজিত সাহা, সৃজনশীল পরিবেশনায় অ্যানাইলেস্ট্রো।  অ্যালবামটা বেরতে না বেরতে যেভাবে সাড়া ফেলেছে শ্রোতাদের মধ্যে আশা করা হচ্ছে খুব শীঘ্রই এই অ্যালবামটা জনপ্রিয়তার শিখর স্পর্শ করবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর বিশেষ (কলকাতা) প্রতিনিধি রাজশ্রী বন্দ্যোপাধ্যায়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.