নিজস্ব প্রতিবেদক: রাজশাহী নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা পরিদর্শন করেছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পুলিশ কমিশনার মোঃ জিল্লুর রহমান।
মঙ্গলবার (২০ জানুয়ারি) রাতে তিনি নগরীর একাধিক থানা এলাকা, গুরুত্বপূর্ণ মোড় ও জনসমাগমস্থল ঘুরে দেখেন।
পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, পরিদর্শনকালে পুলিশ কমিশনার আকস্মিকভাবে বিভিন্ন চেকপোস্ট ও টহল পুলিশের কার্যক্রম তদারকি করেন। এ সময় তিনি কর্তব্যরত পুলিশ সদস্যদের ডিউটির মান, নিরাপত্তা ব্যবস্থা ও প্রস্তুতি পর্যবেক্ষণ করেন এবং সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন। পাশাপাশি জনগণের সঙ্গে মানবিক আচরণ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
পরিদর্শনের এক পর্যায়ে পুলিশ কমিশনার সাধারণ পথচারী, রিকশাচালক, ক্ষুদ্র ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। নগরীর বর্তমান নিরাপত্তা পরিস্থিতি নিয়ে তাদের মতামত শোনেন এবং কোনো ধরনের হয়রানির শিকার হতে হচ্ছে কি না, সে বিষয়ে খোঁজখবর নেন।
মতবিনিময়কালে পুলিশ কমিশনার বলেন, রাজশাহী মহানগরীকে নিরাপদ রাখতে পুলিশ সর্বদা সচেষ্ট। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য। পুলিশকে জনগণের বন্ধু হিসেবে কাজ করতে হবে।
তিনি নগরবাসীকে কোনো অপরাধমূলক কর্মকান্ড নজরে এলে তাৎক্ষণিকভাবে পুলিশকে অবহিত করার আহ্বান জানান।
এদিকে সাধারণ মানুষ পুলিশ কমিশনারের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। রাতে পুলিশের সক্রিয় টহল ও শীর্ষ কর্মকর্তার সরাসরি উপস্থিতিতে তারা স্বস্তি ও নিরাপত্তা বোধ করছেন বলে জানান স্থানীয়রা।
পরিদর্শনকালে আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারাও পুলিশ কমিশনারের সঙ্গে উপস্থিত ছিলেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি মো. মাসুদ রানা রাব্বানী / রাজশাহী। #















