নগরীতে লালন উৎসব অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক:  বিশ্ববাংলার আয়োজনে ও সিসিডি, রেডিওপদ্মার সহযোগিতায় রাজশাহী মহানগরীতে অনুষ্ঠিত হয়েছে লালন উৎসব-২০২০। আজ শুক্রবার বিকেলে নগরীর লালনশাহ মুক্তমঞ্চে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ও রাজশাহী মহানগর আওয়ামী লীগ সভাপতি এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। অনুষ্ঠানে মেয়রকে উত্তরীয় পরিয়ে দেয় আয়োজকরা।

অনুষ্ঠানের ১০জন তারকা শিল্পী ও অর্ধশত বাউল শিল্পীকে উত্তরীয় পরিয়ে সম্মাননা প্রদান করা হয়। উৎসবে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত বাউল ও লালন শিল্পীরা মনমুগ্ধকর গান পরিবেশন করেন।

অনুষ্ঠানের পরিচালনা করেন লালন উৎসবের আহ্বায়ক ড. হাসান রাজা। বিশেষ অতিথি ছিলেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন রাজশাহীর অতিরিক্ত পুলিশ কমিশনার আবুল কালাম আযাদ ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের প্রফেসর ড. শাহ আজম শান্তনু। স্বাগত বক্তব্য দেন রেডিও পদ্মার স্টেশন ম্যানেজার ও সিসিডির যুগ্ম পরিচালক শাহান পারভীন।

আরো উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধের তথ্য সংগ্রহক ওয়ালিউর রহমান বাবু।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি মোঃ মাইনুর রহমান (মিন্টু) রাজশাহী।

Comments are closed, but trackbacks and pingbacks are open.