নগরীতে মঙ্গল শোভাযাত্রা

নিজস্ব প্রতিবেদক: মঙ্গলের আগমনীবার্তা নিয়ে শুরু হয়েছে মঙ্গলের এ পদযাত্রা। এবারের শোভাযাত্রার প্রথমে রয়েছে উজ্জীবিত সূর্য; এরপর বক, মাছ, শান্তির প্রতীক পায়রা, হাতি, সাইকেল, গরু এবং পুতুল। আজ শনিবার পহেলা বৈশাখের দিন সকাল পৌনে ৯টায় দিকে রাজশাহীতে মঙ্গল শোভাযাত্রা শুরু হয়


শোভাযাত্রায় অংশ নিয়েছেন হাজারো মানুষ। এর মধ্যে শিক্ষক-শিক্ষার্থী থেকে শুরু করে সাধারণ মানুষও রয়েছেন। মঙ্গল শোভাযাত্রাকে ঘিরে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ ও র‌্যাবসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা শোভাযাত্রার চারপাশে দায়িত্ব পালন করছেন। শোভাযাত্রায় অংশ নিতে শনিবার সকাল থেকেই রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী কলেজসহ বিভিন্ন সামাজিক সংগঠনগুলো মানুষের ঢল নামে রাজশাহীজুড়ে।

Comments are closed, but trackbacks and pingbacks are open.