নকল ধরার কারনে খুলনায় শিক্ষকের ওপর হামলা

 

খুলনা ব্যুরো : পরীক্ষার হলে নকল ধরার কারনে খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটের গেটের সামনে কয়েকজন দুষ্কৃতিকারীর হামলার শিকার হলেন কলেজের মেকানিক্যাল বিভাগের শিক্ষক অমল রায়। মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। আহত শিক্ষক অমল রায়কে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গত রোববার খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটের পরীক্ষা চলাকালীন সময়ে অমল রায় পরীক্ষায় পাহারারত অবস্থায় কলেজর আইপিসিটি বিভাগের ৬ষ্ঠ পর্বের ছাত্র আজিজুর রহমান নকলসহ ধরা পড়ে। অমল রায় নকলসহ তার পরীক্ষার খাতাটি নিয়ে নেন। এক পর্যায়ে আজিজুর রহমানের অসদাচরণের কারনে তাকে বহিষ্কার করতে বাধ্য হন ওই শিক্ষক।

এ ঘটনার সূত্র ধরে ওইদিন বিকেলে অমল রায়ের মোবাইলে তাকে নানান হুমকি দেয়া হয়। পরের দিন সোমবার সন্ধ্যায় আজিজুর রহমান কলেজের পাওয়ার বিভাগের ৮ম পর্বের ছাত্র আকাশ দাশসহ প্রায় ২০-২৫ জন যুবক শিক্ষক আমল রায়ের বাড়িতে গিয়ে প্রাণ নাশের হুমকি দেয় বলে তিনি অভিযোগ করেন।

বিষয়টি তিনি মঙ্গলবার সকালে কলেজ কর্তৃপক্ষকে লিখিতভাবে অবগত করেন। কিন্তু দুপুরে কলেজ থেকে ফেরার পথে কলেজ গেটেই কয়েকজন মুখোশধারী ব্যক্তি রামদা, কুড়াল, লোহার রড নিয়ে শিক্ষক অমল রায়কে আক্রমন করে এবং এলোপাতারি আঘাত করে পালিয়ে যায়। কলেজের শিক্ষক-ছাত্ররা অমল রায়কে রক্তাক্ত অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

এদিকে, শিশুস্বর্গ খেলাঘর আসরের নির্বাহী সদস্য শিক্ষক অমল রায়ের উপর এমন হামলার প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন শিশুস্বর্গ খেলাঘর আসরের সভাপতি মাহফুজুর রহমান মুকুল, সহ-সভাপতি সরোজ দাশ পিন্টু, পার্থ প্রতীম সাহা, মোস্তাফিজুর রহমান রাসেল, মাজহারুল ইসলাম শান্ত, উৎসর্গ রায়, সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম সাকিব, সহ-সাধারণ সম্পাদক রায়হান সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক সুজন আকাশসহ খেলাঘরের অন্যান্য নেতৃবৃন্দ।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.