BTC News | বিটিসি নিউজ

আজ- রবিবার, ৯ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ৯ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

নকলায় কৃষি কর্মকর্তার ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে জামালপুরে মানববন্ধন

নকলায় কৃষি কর্মকর্তার ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে জামালপুরে মানববন্ধন

জামালপুর প্রতিনিধি: সরকারি দায়িত্ব পালনরত অবস্থায় শেরপুর জেলার নকলা উপজেলার উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার মোরসালিন মেহেদী ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও দোষীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জামালপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৯ নভেম্বর) দুপুর সাড়ে ৩ টায় জামালপুর জেলা কৃষিবিদ ইনস্টিটিউশন ও জামালপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ীর যৌথ আয়োজনে শহরের ফৌজদারি মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জামালপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উপ পরিচালক মোহাম্মদ আলম শরীফ খান সভাপতিত্বে জামালপুর আঞ্চলিক মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, বিসিএস (কৃষি) আ, খা, ম, মুর্শেদুর রহমান, জামালপুর আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো: মঞ্জুরুল কাদির,জেলা প্রাণী সম্পদ অফিসার সানোয়ার হোসেন, জেলা বীজ প্রত্যয়ন অফিসার আব্দুল হামিদ, জামালপুর সদর এর কৃষি কর্মকর্তা এমদাদুল হক, দেওয়ানগঞ্জ কৃষি কর্মকর্তা মো: রতন মিয়া প্রমুখ বক্তব্য রাখেন।

এ সময় জামালপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ অফিসার পিকন কুমার সাহা, অতিরিক্ত উপপরিচালক (পিপি) জেসমিন জাহান, অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) দিলরুবা ইয়াছমিন, অতিরিক্ত উপপরিচালক (শস্য) এ.এল.এম. রেজুয়ান,সদরের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো: সিরাজুস সালেহীন, জেলা মৎস্য অফিসার আশরাফুল আলম, মেলান্দহ কৃষি কর্মকর্তা আব্দুর রউফ, মাদারগঞ্জ কৃষি কর্মকর্তা হাবিবুর রহমান সহ কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন কৃষি গবেষনা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা গণসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা বলেন,“কৃষি ও কৃষকের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন মাঠপর্যায়ের কৃষি কর্মকর্তারা।তাঁদের ওপর এমন নৃশংস হামলা কেবল ব্যক্তিগত আক্রমণ নয়,বরং রাষ্ট্রের প্রশাসনিক কাঠামো ও সেবাদান ব্যবস্থার ওপর আঘাত। ”কৃষি কর্মকর্তা শাহারিয়ার মোরসালিন মেহেদীর উপর হামলাকারীকে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

তাঁরা আরও বলেন, “কর্তব্যরত অবস্থায় অফিস কক্ষে একজন সরকারি কর্মকর্তার ওপর বর্বরোচিত হামলা কোনো ভাবেই ক্ষমার যোগ্য নয়। এ ধরনের ঘটনা কর্মকর্তাদের মনোবলকে চরমভাবে ক্ষতিগ্রস্ত করে।”

বক্তারা আহত কৃষিবিদ শাহরিয়ার মোরসালিন মেহেদীর দ্রুত আরোগ্য কামনা করেন এবং তাঁর নিরাপত্তা ও প্রশাসনিক সহায়তা নিশ্চিতের আহ্বান জানান।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর জামালপুর প্রতিনিধি মো. মাসুদুর রহমান। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
রাজধানীতে বিপুল পরিমাণ জাল টাকাসহ গ্রেপ্তার-২ রাজশাহীতে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে বিএসএসপির উপহার প্রদান রাজশাহীর সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মদ উদ্ধার জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ইসলামপুর পৌর বিএনপির আলোচনা সভা ও শোভাযাত্রা বাংলাদেশ যুবরা জয়ী ব্র্যাব ব্যাংক অপরাজেয় আলো নারী হকি টুর্নামেন্টে ফল ঠাকুরগাঁও চ্যাম্পিয়ন বাগমারায় বিএনপির মনোনয়নবঞ্চিত প্রার্থীর বাড়িতে ককটেল, শ্বশুর বাড়িতে বিষ্ফোরণ সাদা নাকি বাদামি, কোন ধরনের কিশমিশ স্বাস্থ্যের জন্য বেশি উপকারী দিন যতই ঘনিয়ে আসছে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র ততই বাড়ছে – দুলু বাগমারায় বিএনপি নেতার ৩টি পুকুরে বিষ প্রয়োগে দেড় কোটি টাকার ক্ষতি