বিটিসি স্পোর্টস ডেস্ক:চ্যাম্পিয়ন্স লিগে এবারের আসরে টানা জয়ের ধারা ধরে রাখল লিভারপুল। নিজেদের মাঠে ফরাসী ক্লাব লিলকে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করে ফেলেছে আর্নে স্লটের দল।
মঙ্গলবার অ্যানফিল্ডে লিলকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লীগে নিখুঁত রেকর্ড ধরে রাখে লিভারপুল। এতে সাত ম্যাচের সবগুলো জিতে নকআউট পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে দলটি।
এদিন ম্যাচের ৩৪ মিনিটে লিভারপুলকে এগিয়ে নেন মোহামেদ সালাহ। বিরতির পর ৬২ মিনিটে এই গোল শোধ দিয়ে দেন জনাথন ডেভিড।
তার দুই মিনিট আগে আইসা মান্ডি লাল কার্ড দেখায় ১০ জনের দলে পরিণত হয়েছিলো লিল। তাতে দমে না গিয়ে সমতায় ফিরে ঝাঁজ দেখাচ্ছিলো তারা।
সেই ঝাঁজ অবশ্য বেশিক্ষণ স্থায়ী হয়নি। হার্ভি এলিটের ডিফ্লেক্টেড শটে ৬৭ মিনিটে জয়সূচক গোল পেয়ে যায় লিভারপুল। ফরাসি ক্লাব লিল এর আগে চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদ, অ্যাটলেটিকো মাদ্রিদের মতন ক্লাবকে হারিয়ে উড়ছিল, তাদের ভিন্ন বাস্তবতার স্বাদ দিয়ে নিজেদের সেরা ছন্দের প্রমাণ দিল দুই বড় আসরে শীর্ষে থাকা অল রেডরা। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.