বিটিসি স্পোর্টস ডেস্ক:তিন ম্যাচে নিজেদের খেলোয়াড়দের গোল স্রেফ একটি, সেটাও পেনাল্টি থেকে। চলতি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বে এমবাপে-গ্রিজমানদের ফিনিশিং এমনই ম্রিয়মান। প্রতিপক্ষের গোলমুখে তাই দলকে আরও ধারাল দেখতে চান ফ্রান্স কোচ দিদিয়ে দেশম। একই সঙ্গে তার আশা, নকআউট পর্বে সবকিছু নতুন করে শুরু করতে পারবেন তারা।
‘ডি’ গ্রুপের শেষ রাউন্ডে মঙ্গলবার পোল্যান্ডের সঙ্গে ১-১ ড্র করে দুবারের ইউরোপ জয়ীরা।
একই সময়ে শুরু আরেক ম্যাচে নেদারল্যান্ডসকে ৩-২ গোলে হারিয়ে চমক দেখায় অস্ট্রিয়া, ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের সেরাও তারাই। ৫ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ ফ্রান্স।
অস্ট্রিয়ার বিপক্ষে ১-০ গোলের জয়ে আসর শুরু করে দেশমের দল। সেই গোলটি ছিল প্রতিপক্ষের আত্মঘাতী। দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসের সঙ্গে গোলশূন্য ড্র করে দুবারের বিশ্বকাপ জয়ীরা।
এবার ইউরোর বাছাইয়ে আট ম্যাচে ফ্রান্স গোল করে মোট ২৯টি। সেখানে মূল আসরে এভাবে গোল না পাওয়াটা বিস্ময়কর, দলের জন্য শঙ্কারও। তবে নকআউট পর্বে যথেষ্ট গোল পাওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী দেশম।
“আমাদের আরও গোল করতে হবে, আমাদের আরও ধারাল হতে হবে এবং সেই লক্ষ্যেই আছি। সবসময় আমাদের গোল গড় ছিল দারুণ, কিন্তু এই তিন ম্যাচে তা ছিল না।”
“তবে আমি ইতিবাচক আছি, আমি সবসময় ইতিবাচক। (নকআউট পর্বে) আমাদের জন্য নতুন প্রতিযোগিতা শুরু হচ্ছে।”
শেষ ষোলোয় ‘ই’ গ্রুপের রানার্সআপের মুখোমুখি হবে ফ্রান্স। ওই গ্রুপে দুই রাউন্ড শেষে রোমানিয়া, বেলজিয়াম, স্লোভাকিয়া ও ইউক্রেইন, সবার আছে সমান ৩ পয়েন্ট। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.