নওয়াজের দলে যোগ দিচ্ছেন ৯ বিজয়ী প্রার্থী

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: অবশেষে পাকিস্তানের সাধারণ নির্বাচনের পুরো ফল ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন। সেখানে বলা হয়েছে, ১০১টি আসনে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। এদের মধ্যে ৯৬টি আসনের প্রার্থীরাই পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের পিটিআই সমর্থিত।
দেশটিতে প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে থাকা নওয়াজ শরিফের দল পিএমএলএন পেয়েছে ৭৫টি আসন। এরই মধ্যে জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, বেশ কয়েকজন জয়ী স্বতন্ত্র প্রার্থী নওয়াজ শরিফের দলে যোগ দিতে যাচ্ছে।
জিও নিউজ তাদের খবরে জানিয়েছে, অন্তত নয়জন বিজয়ী স্বতন্ত্র প্রার্থী নওয়াজের দলে যোগ দিচ্ছে। দেশটিতে এবারের নির্বাচনে কোনো দলই সংখ্যাগরিষ্ঠ আসনে জয় পায়নি। কোনো দলকে এককভাবে সরকার গঠন করতে হলে ১৩৪ আসন দরকার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.