নওগাঁ কেন্দ্রী শহীদ মিনার সংস্কার ও সম্প্রসারণের দাবীতে মানববন্ধন


নওগাঁ প্রতিনিধি:  নওগাঁ কেন্দ্রীয় শহীদ মিনার সংস্কার ও সম্প্রসারণের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।  আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় শহরের মুক্তির মোড় বাংলাদেশ উদীচী শিল্পগোষ্ঠী জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচী পালিত হয়।

এসময় সংগঠনের সভাপতি আতাউল সিদ্দিকীর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপদেষ্টা অ্যাড. মহসীন রেজা, সহ-সভাপতি গায়েত্রী কুন্ডু ও রোটানিয়ান চন্দু কুমার দেব, সংগঠনের সাধারন সম্পাদক রফিকুর ইসলাম মন্টু, সাংবাদিক ইউনিয়নের সাধারন সম্পাদ আজাদ হোসেন মুরাদ, সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জাহিদ রাব্বানী রশিদ, উদীচী মান্দার সম্বয়ক রতন প্রসাদ ফনী, ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক শামীম আহসান, শামী, হবীবর রহমান, উৎপল কুমার, মৌসুমি সুলতানা শান্ত প্রমূখ।

বক্তারা বলেন, শহীদ মিনারটিকে ঘীরে সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিব কর্মকান্ড পরিচালিত হয়। বর্তমানে শহীদ মিনারটি অযন্তে, অবহেলায় ও বৃষ্টি পানি জমে ব্যবহারের অনুপোযোগী হয়ে পড়েছে। তাই শহীদ মিনারের পবিত্রতা রক্ষাসহ সংস্কারের দাবী জানানো হয়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নওগাঁ প্রতিনিধি মো: আব্বাস আলী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.