নওগাঁয় বাংলাদেশ কিশোর-কিশোরী সম্মেলন অনুষ্ঠিত

 

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় বাংলাদেশ কিশোর-কিশোরী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃস্পতিবার দিনব্যাপী পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন(পিকেএসএফ) এর সহযোগীতায় এবং মৌসুমী ও দাবী মৌলিক সংস্থার আয়োজনে নওগাঁ কেডি স্কুলের হল রুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

নওগাঁ জেলা প্রেস ক্লাবের সভাপতি কায়েস উদ্দীনের সভাপত্বিতে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নওগাঁ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোস্তাফিজার রহমান। এসময় অন্যান্যের মধ্যে প্রভাষক রেশমা পারভীন, পিকেএসএফ (কার্যকম) এর ব্যবস্থাপক মুনির হোসেন, অফিসার মামুনুর রশীদ, দাবী মৌলিক সংস্থার নির্বাহী পরিচালক আশরাফুন নাহার, মৌসুমীর প্রধান নির্বাহী হোসেন শহীদ ইকবাল(রানা), উপ-পরিচালক এরফান আলী, উপসহকারী পরিচালক দেলোয়ার হোসেন প্রমূখ বক্তব্য রাখেন।

সম্মেলনে জেলার ১১ টি উপজেলা হতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেধা ভিত্তিক ১০ জন করে মোট ১১০ জন শিক্ষার্থী অংশ গ্রহন করেন এবং তাদের মধ্য হতে লিখিত, নৈব্যেক্তিক ও মৌখিক পরিক্ষার মাধ্যমে জাতীয় সম্মেলনে অংশ গ্রহনের জন্য ১০ জনকে নির্বাচন করা হয়।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.