নওগাঁয় প্রশ্নপত্র ফাঁসচক্রের এক সদস্য আটক

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় প্রশ্নপত্র ফাঁসচক্রের সদস্য বরকতুল্লাহ অরুফে লিমন (১৮) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব-৫। আজ শুক্রবার সকাল ৭টার দিকে নওগাঁ সদর উপজেলার রামরায়পুর গ্রাম থেকে তাকে আটক করা হয়।

লিমন একই গ্রামের কাজী শরিয়তুল্লাহ’র ছেলে। র‌্যাব-৫ রাজশাহীর সিপিসি-২, নাটোর ক্যাম্প থেকে বিকেল ৩টায় পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তি থেকে এ বিষয়টি জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, আজ সকাল ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্পের স্কোয়াড কমান্ডার আউয়াল হোসাইন সাদ এর নেতৃত্বে রামরায়পুর গ্রামে অভিযান পরিচালনা করে র‌্যাব-৫ এর সদস্যরা। এ সময় এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসকারী চক্রের মুলহোতা লিমনকে বাড়ী থেকে হাতেনাতে আটক করা হয়। লিমন সারা দেশব্যাপী সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এসএসসি, এইচএসসি, পিএসসি ও দাখিল পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রের অন্যতম হোতা বলে জানানো হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা শেষে নওগাঁ সদর থানায় সোপর্দ করা হয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নওগাঁ প্রতিনিধি মো: আব্বাস আলী।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.