নওগাঁয় জেলা লোকাল গভর্ণমেন্ট এ্যাওয়ার্ড প্রদান


নওগাঁ প্রতিনিধি: দায়িত্ব পালনে গুরুত্বপূর্ণ অবদান রাখায় নওগাঁয় ১১ টি ক্যাটাগরিতে ১১০ জনকে জেলা লোকাল গভর্ণমেন্ট এ্যাওয়ার্ড প্রদান এ্যাওয়ার্ড প্রদান করেছে জেলা প্রশাসন।

আজ শনিবার বেলা সকাল ১১টার দিকে নওগাঁ সদর উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠানের আয়োজন করা হয়। নওগাঁঁর জেলা প্রশাসক হারুন- অর- রশীদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ্যাওয়ার্ড প্রাপ্তদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁর সদ্য বিদায়ী ও ময়মনসিংহ জেলার নবাগত জেলা প্রশাসক মো.মিজানুর রহমান, পুলিশ সুপার ইকবাল হোসেন পিপিএম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক গোলাম মোহাম্মদ শাহনেওয়াজ, অতিরিক্ত পুলিশ সুপার ( সদ্য পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার ) রাশিদুল হক ।

নওগাঁ জেলা লোকাল গভর্মেন্ট অ্যাওয়ার্ডস এর আওতায় সর্বমোট ১১ টি ইভেন্টে পুরস্কার প্রদান করা হয়। জেলায় এবার শ্রেষ্ঠ উপজেলা নিবার্হী কর্মকর্তা হিসেবে মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মুশফিকুর রহমান নির্বাচিত হয়েছেন।

শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ এর পুরুষ্কার অর্জন করেছেন মান্দা উপজেলার ভারশো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান।

এসময় ইউনিয়ন পরিষদ সচিব, হিসাব রক্ষক, ইউনিয়ন ডিজিটাল সেন্টার, নতুন উদ্যোক্তা সহ সর্বমোট ১১ টি ক্যাটাগরিতে লোকাল গভর্মেন্ট এ্যাওয়ার্ড প্রদান করা হয়।

অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা ছাড়াও জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নওগাঁ প্রতিনিধি মো: আব্বাস আলী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.