নওগাঁয় জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে, সভাপতি পিটু সম্পাদক বিমান

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে অ্যাডভোকেট খোদাদাদ খান পিটু সভাপতি ও বিমান কুমার রায় সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলা পরিষদ হলরুমে ত্রি-বার্ষিক সম্মেলনে ফলাফল ঘোষণা করা হয়।

জানা গেছে, যুবলীগের সভাপতি পদে তিনজন প্রার্থী ছিলেন। তারা হলেন, জেলা যুবলীগের সাবেক সভাপতি ও নওগাঁ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক, জেলা যুবলীগের আহবায়ক অ্যাডভোকেট খোদাদাদ খান পিটু এবং নওগাঁ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডষ্ট্রিরর সভাপতি ইকবাল শাহরিয়ার রাসেল।

সম্মেলনে আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক এবং অ্যাডভোকেট খোদাদাদ খান পিটু মনোনয়ন সংগ্রহ করেন। পরে আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক মনোনয়ন প্রতাহার করে নেন। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় অ্যাডভোকেট খোদাদাদ খান পিটু সভাপতি নির্বাচিত হন।

অপরদিকে, সাধারন সম্পাদক পদে সাতজন মনোনয়ন সংগ্রহ করেন। রাত ৮টায় সদর উপজেলা পরিষদ হলরুমে গোপন ব্যালটের মাধ্যমে ভোট গ্রহন শুরু হয়। রাত সাড়ে ৯টার দিকে ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনে জেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক বিমান কুমার রায় ৯১ ভোট পেয়ে সাধারন সম্পাদক পদে নির্বাচিত হয়। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আব্দুল কুদ্দুস পেয়েছেন ৮৪ ভোট।

জেলা যুবলীগের সম্মেলনে ফলাফল ঘোষণায় উপস্থিত ছিলেন- বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারন সম্পাদক হারুনুর রশীদ, সাংগঠনিক সম্পাদক আবু আহমেদ নাসিম পাভেল, মুক্তিযোদ্ধা বিষয়ক উপ-সম্পাদক আশরাফ হোসেন নবাব, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ফজলে রাব্বী বকু, জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, সাধারণ সম্পাদক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি, সদর আসনের সাংসদ ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন, নওগাঁ-২ আসনের সাংসদ অ্যাডভোকেট শহীদুজ্জামান সরকার, নওগাঁ-৩ আসনের সাংসদ ছলিম উদ্দিন তরফদার সেলিম, সাবেক সাংসদ শাহীন মনোয়ারা হক, জেলা আ’লীগের সহ-সভাপতি সম্পাদক নির্মল কৃষ্ণ সাহা, জেলা আ’লীগের সাংগঠনিক বিভাষ মজুমদার ও জাভেদ জাহাঙ্গীর সোহেলসহ আওয়ামীলীগ, যুবলীগ ও দলী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

যুবলীগের দলী সূত্রে জানাগেছে, গত ২০০৩ সালে নওগাঁ জেলা যুবলীগের সর্বশেষ কাউন্সিল অনুষ্ঠিত হয়। দীর্ঘ ১৬ বছর পর নতুন করে ২৫ জুলাই গতকাল (বৃহস্পতিবার) জেলা যুবলীগের কমিটি গঠন করা হয়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নওগাঁ প্রতিনিধি মো: আব্বাস আলী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.