নওগাঁয় ‘একুশে পরিষদ’ এর ফল উৎসব

 

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় স্থানীয় একটি সামাজিক সংগঠন ‘একুশে পরিষদ’ এর ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাত ৮টার দিকে শহরের ঐতিহ্যবাহী প্যারীমোহন লাইব্রেরী মিলনায়তে এ উৎসব অনুষ্ঠিত হয়। ফল উৎসবে বিভিন্ন ফলের আয়োজন করা হয়।

উৎসবের আগে সংগঠনের ২৫ বছর পূর্তি উৎসব পালনের প্রস্তুতি উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় সংগঠনের সভাপতি অ্যাড. ডিএম আব্দুল বারী সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক সাংসদ মুক্তিযোদ্ধা ওহিদুর রহমান, মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, উপদেষ্টা সাবেক অধ্যক্ষ শরিফুল ইসলাম খান, ডা: ময়নুল হক দুলদুল, প্রকৌশলী গুরুদাস দত্ত, বিন আলী পিন্টু, সাধারন সম্পাদক এমএম রাসেল প্রমূখ।

এছাড়া সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.