নওগাঁয় উপজেলা পরিষদ নির্বাচনে আ’লীগের একক প্রার্থী : স্বতন্ত্রের আড়ালে বিএনপি

নওগাঁ প্রতিনিধি: আগামী ১৮মার্চ দ্বিতীয় ধাপে নওগাঁয় পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন। এরই মধ্যে ক্ষমতাশীন আওয়ামী লীগ ১১টি উপজেলার চুড়ান্ত চেয়ারম্যানের একক প্রার্থীর তালিকা প্রকাশ করেছে। এরমধ্যে আটজন নতুন মূখ। তবে ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদ উন্মুক্ত করা হয়েছে। অপরদিকে বিএনপি নেতারা হাইকমান্ডের নির্দেশকে উপেক্ষা করে স্বতন্ত্র হয়ে মনোনয়ন উত্তোলন করেছেন।

আওয়ামী লীগের চুড়ান্ত চেয়ারম্যান প্রার্থীরা হলেন:-
নওগাঁ সদর উপজেলা থেকে সাবেক জেলা যুবলীগের সভাপতি আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক, আত্রাই উপজেলা আ’লীগের সহ-সভাপতি এবাদুর রহমান প্রামাণিক, নিয়ামতপুর উপজেলা আ’লীগের যুগ্ম সাধারন সম্পাদক ফরিদ আহমেদ, সাপাহার উপজেলা আ’লীগের সভাপতি শামছুল আলম শাহ চৌধূরী, পোরশা উপজেলা আ’লীগের সভাপতি আনোয়ারুল ইসলাম, ধামইরহাট উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আজাহার আলী, বদলগাছী উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক আবু খালেদ বুলু, রানীনগর উপজেলা আ’লীগের কার্য নির্বাহী সদস্য আনোয়ার হোসেন, মহাদেবপুর উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক আহসান হাবীব, পত্নীতলা উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক আব্দুল গাফ্ফার এবং মান্দা উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক জসিম উদ্দিন। এরমধ্যে বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান রয়েছে, আত্রাই উপজেলা, সাপাহার উপজেলা এবং পোরশা উপজেলা।

অপরদিকে, বিএনপি থেকে চেয়ারম্যান পদে মান্দা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মকলেছুর রহমান মকে ও সাপাহার উপজেলা বিএনপির সদস্য মাহফুজুল হক চৌধূরী বাবু এবং নওগাঁ সদর উপজেলা থেকে ভাইস চেয়ারম্যান পদে জেলা মহিলা দলের সদস্য সচিব ও বর্তমান উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান শবনব মোস্তারী (কলি) স্বতন্ত্র থেকে মনোনয়ন উত্তোলন করেছেন।

এদিকে, সাপাহার উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শাহজাহান হোসেন তৃনমুলের ভোটে নির্বাচিত হন। কিন্তু তৃণমুল ভোটে জয়লাভ করলেও কেন্দ্রীয় সিদ্ধান্তে তাকে বাদ দিয়ে সাপাহার উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শামসুল শাহ্ চৌধুরীকে চুড়ান্ত প্রার্থী নির্বাচিত করা হয়। ফলে দলীয় সিদ্ধান্তকে উপেক্ষা করে স্বতন্ত্র থেকে সোমবার বিকেলে মনোনয়ন জমা দিয়েছেন শাহজাহান হোসেন।

নওগাঁ সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শবনব মোস্তারী (কলি) বিটিসি নিউজকে বলেন, যেহেতু মহিলা ভাইস চেয়ারম্যান পদ সবার জন্য উন্মুক্ত। তাই স্বতন্ত্র থেকে মনোনয়ন উত্তোলন করেছি।

মান্দা থানা বিএনপির সহ-সভাপতি মনোজিৎ কুমার সরকার বিটিসি নিউজকে বলেন, সাধারন সম্পাদক মকলেছুর রহমান মকে মনোনয়ন উত্তোলন করেছেন ঠিকই কিন্তু জমা দিবেন না। আমরা কেউ কেন্দ্রের সিন্ধান্তের বাহিরে যাব না।

মান্দা থানা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ সামসুল আলম প্রামাণিক বিটিসি নিউজকে বলেন, এ বিষয়ে আমার স্পষ্ট মতামত দলের সিদ্ধান্তের বাহিরে আমি যাবনা এবং অন্যকেও যেতে বলব না। যদি কেউ যায় তার বিরুদ্ধে দল থেকে ব্যবস্থা নেয়া হবে। হাই কমান্ডের সিদ্ধান্তই চুড়ান্ত সিদ্ধান্ত বলে বিবেচিত হবে।

সাপাহার উপজেলা বিএনপির সদস্য মাহফুজুল হক চৌধূরী বাবু বিটিসি নিউজকে বলেন, মনোননয়ন উত্তোলন করেছি ঠিকই কিন্তু এখনো জমা দেয়নি। ভবিষ্যৎ ভেবেই মনোনয়ন উত্তোলন করেছি। কারণ দল যদি পরবর্তিতে নির্বাচনে আসার সিদ্ধান্ত নেয় এজন্য আরকি।

নওগাঁ জেলা বিএনপির সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম ধলু বিটিসি নিউজকে বলেন, কেন্দ্রীয় সিদ্ধান্ত দল থেকে কেউ নির্বাচনে অংশ নিবে না। তারপর যদি কেউ অংশ নেয় তার বিরুদ্ধে দল থেকে ব্যবস্থা গ্রহন করা হবে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নওগাঁ প্রতিনিধি মো: আব্বাস আলী।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.