নওগাঁয় অটোবাইক ছিনতাই চালককে হত্যা!!!

নিজস্ব প্রতিনিধি : নওগাঁয় দিঘলী’র বিল এলাকার ভুট্টার ক্ষেত থেকে মনোয়ার হোসেন টুটুল (১৭) নামের এক কিশোরের রদেহ উদ্ধার করেছে পুলিশ। সে নওগাঁ সদর উপজেলার ভবানীপুর গ্রামের রুবেল হোসেনের ছেলে।
মনোয়ারের বাবা রুবেল হোসেন জানান, সে ওই মহল্লার আজিজুল হকের অটোবাইক চালাতো। প্রতিদিনের মত মনোয়ার অটোবাইক নিয়ে বের হয়ে আর বাড়ী ফিরে আসেনি। অনেক খোজাখুজি করেও পাওয়া যায়নি। পরদিন তার লাশের খবর পেয়ে গিয়ে দেখেন তার ছেলের লাশ। কিন্তু অটোবাইক পাওয়া যায়নি।
সদর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল হাই জানান, মৃত টুটুল একজন অটোবাইক চালক। মঙ্গলবার বেলা ১১টায় সদর উপজেলার সিংবাচা পশ্চিম পাড়া গ্রামের পাশে ভূট্টা ক্ষেতে লাশ পড়তে থাকতে দেখে এলাকাবাসীরা পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পুলিশের প্রাথমিক ভাবে ধারনা তাকে শ্বাসরোধ করে হত্যা করে অটোবাইক নিয়ে পালিয়ে গেছে দূর্বৃত্তরা।
তদন্ত করলেই হত্যার প্রকৃত রহস্য উদঘাটন করা যাবে। লাশ ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.