নওগাঁর ৬টি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন যারা

নওগাঁ প্রতিনিধি: বিপুল উৎসাহ ও উদ্দিপনার মধ্যে দিয়ে নওগাঁর ৬টি আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগ ও বিএনপি মনোনীত প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। আজ বুধবার নওগাঁ জেলা রির্টানিং অফিসার ও জেলা প্রশাসক মিজানুর রহমান এবং মান্দা রির্টানিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মুশফিকুর রহমানের কাছে এই মনোয়নপত্র দেয়া হয়।

তারা হলেন, নওগাঁ-১ এ জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাধন চন্দ্র মজুমদার,

নওগাঁ-২ এ আলহাজ্ব অ্যাড. শহীদুজ্জামান সরকার বাবলু,

নওগাঁ-৩ এ আলহাজ্ব ছলিম উদ্দীন তরফদার সেলিম,

নওগাঁ-৪ আসনে মন্ত্রী মুহাম্মদ ইমাজ উদ্দীন প্রামানিক,

নওগাঁ-৫ এ আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক মরহুম জননেতা আব্দুল জলিলের পুত্র ব্যারিষ্টার নিজাম উদ্দীন জলিল জন ও জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল মালেক,

নওগাঁ-৬ এ ইসরাফিল আলম।

অপরদিকে, মান্দা রির্টানিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মুশফিকুর রহমানের কাছে মনোয়নপত্র জমা দেন, নওগাঁ বিএনপির নওগাঁ- ৪ (মান্দা) আসনে মান্দা থানা বিএনপির সভাপতি সাবেক এমপি সামসুল আলম প্রামাণিক এবং জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ডা: ইকরামুল বারী টিপু।

এসময় সামসুল আলম প্রামাণিকের সঙ্গে উপস্থিত ছিলেন-মান্দা থানা বিএনপির সহ-সভপতি নাজমুল হক নাজু ও নওফেল আলী মন্ডল, সাধারন সম্পাদক মোকলেছুর রহমান মকে, যুগ্ম সাধারন সম্পাদক শফিকুল ইসলাম চৌধূরী বাবুল, মহিলা নেত্রী মমতাহেনা ফেন্সি ও নারগিস জাহান এবং ডা: ইকরামুল বারী টিপুর সঙ্গে উপস্থিত ছিলেন, মান্দা থানা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক আলহাজ্ব নবীর উদ্দিন মন্ডল, সহ সাংগঠনিক সম্পাদক নূর বক্স মন্ডল, সাবেক কোষাধ্যক্ষ মোজাম্মেল হক মকুল ও মহিলা দলের সাবেক সভানেত্রী লায়লা আঞ্জুমান বানু।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নওগাঁ প্রতিনিধি মো: আব্বাস আলী।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.