নওগাঁয় বিএনপির কালো পতাকা মিছিলে পুলিশের বাধা

নওগাঁ প্রতিনিধি: অনুমতি না থাকায় নওগাঁয় কালো পতাকা মিছিল করতে পারেনি বিএনপির নেতাকর্মীরা। দ্বাদশ সংসদ নির্বাচনে অবৈধ সংসদ বাতিল এবং নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠার ১ দফা দাবিতে নওগাঁ সদর ও পৌর বিএনপির কালো পতাকা মিছিল বের করার চেষ্টা করে।
বিএনপির অভিযোগ, পুলিশের বাধার মুখে তারা মিছিলটি করতে পারেনি।
আর পুলিশ বলছে, অনুমতি না নেওয়ার কারণে জনদুর্ভোগের কথা চিন্তা করে তাদের মিছিল করতে দেওয়া হয়নি।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) বেলা ১২টায় শহরের কেডির মোড়ে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে কালো পতাকা নিয়ে মিছিল বের করলে বাধা দেয় পুলিশ।
জেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক নান্নুর সভাপতিত্বে সদস্য সচিব বাইজিদ হোসেন পলাশ, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, কেন্দ্রীয় বিএনপির সমবায়বিষয়ক সম্পাদক পৌর মেয়র নজমুল হক সনি, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম টুকু, আমিনুল ইসলাম বেলাল, শফিউল আজম (ভিপি) রানা, পৌর বিএনপির আহ্বায়ক শেখ আব্দুস শুকুর, সদস্য সচিব মিজানুর রহমান, থানা বিএনপির আহ্বায়ক আজিজার, যুগ্ম আহ্বায়ক দেওয়ান মোস্তাক আহম্মেদ রাজা, সারওয়ার কামাল চঞ্চল, যুবদলের আহ্বায়ক মাসুদ হায়দার টিপু, সদস্য সচিব রুহুল আমিন মুক্তার, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক দেওয়ান কামরুল আক্তার নাহিদ, ছাত্রদলসহ অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা এতে অংশ নেয়।
তবে পুলিশি বাধায় কর্মসূচির সমাপ্ত ঘোষণা করেন জেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক নান্নু।
তিনি জানান, ফ্যাসিবাদী অবৈধ সরকার প্রশাসনকে দিয়ে শান্তিপূর্ণ কর্মসূচি বানচাল করেছে। মানুষ এ সরকার থেকে রেহায় চায়। কোনো কর্মসূচি ঘোষণা করলেই সেখানে পুলিশ দিয়ে বাধা দেয়। পুলিশের জোরে সরকার ক্ষমতায় আছে। এখন জনসাধারণকে ভয় পাচ্ছে সরকার।
জানতে চাইলে নওগাঁ জেলা পুলিশ সুপার গাজিউর রহমান কালবেলাকে বলেন, তারা মিছিল মিটিং করার জন্য কোনো অনুমতি নেননি। এজন্য তাদের কালো পতাকা মিছিল করার অনুমতি দেওয়া হয়নি।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নওগাঁ প্রতিনিধি মো: আব্বাস আলী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.