ধৃত ভুয়ো পুলিশ

কলকাতা (ভারত) প্রতিনিধি: কলকাতা পুলিশ সূত্রে জানা যায় যে,গত সোমবার আনারুল সর্দার নামে উত্তর চব্বিশ পরগনার দেগঙ্গার বাসিন্দা মানিকতলা থানা এলাকা থেকে ধড়া পরে।
তিনি সন্ধেবেলায় এক পথচারি ব্যবসায়ীর পথ আটকে পুলিশ পরিচয় দিয়ে তাঁর ব্যাগ তল্লাশি করে। ব্যবসায়ীকে বলে আপনার ব্যাগে গাঁজা আছে বলে আমাদের কাছে খবর তাই আপনার ব্যাগ তল্লাশি করব।
তল্লাশি করতে গিয়ে তাঁর ব্যাগ থেকে দশহাজার টাকা নিয়ে চম্পট দেবার চেষ্টা করলে আশেপাশের লোকজন চিৎকার করে তাকে ধরে ফেলে স্থানীয় পুলিশের হাতে তুলে দেয়।
মঙ্গলবার তাকে ব্যাঙ্কশাল কোর্টে তুললে বিচারক  ১৫ই নভেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেয়।এই ঘটনায় আরেক অভিযুক্তের সন্ধানে পুলিশ তল্লাশি শুরু করেছে।
ধৃতের কাছ থেকে জাল পুলিশ পরিচয়পত্র ও অন্যান্য কাগজপত্র পাওয়া গেছে। অনেক দিন ধরেই এই এলাকায় এমন চক্রের খবর আসছিল। অনেক মানুষই তাদের প্রতারণার শিকার হচ্ছিল বলে খবর। অনেকেই ভয়ে কাউকে কিছু বলেননি। এখন ধৃতকে জেরা করে বিশদে জানার চেষ্টা চলছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর কলকাতা (ভারত) প্রতিনিধি স্বপন দেব। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.