ধূসর পান্ডুলিপি

যিশু মজুমদার: নার্স, ডাক্তার কিংবা প্রশাসনের মতো
আমার বাবাও রাত্রে ঘুমায় না।
প্রতি রাত্রে জেগে জেগে স্বপ্ন দেখে,
হাজার-কোটি স্বপ্নকে জাগিয়ে তোলার।
আমি আমার বাবার স্বপ্ন!
উনার চোখে দেখি না কোভিড-19 এর ভয়’
তবে একচ্ছত্ব ধূসর পান্ডুলিপি পড়ে আমি বুজতে পারি উনি ভীষণ চিন্তিত।
কর্মহীন নিস্তব্ধতায় বাকরুদ্ধ উনার কন্ঠ।
চুলায় অনল নেয়, অপরাহ্নে নেয় রান্নার বস্তু;
প্রিয়জনের উদরের উৎকন্টা উনার সহ্য হয় না।
তাই উনি পথ চলেন ক্রোশের পর ক্রোশ,
দিনের পর দিন অনবরত নির্ভয়তায়।।
নার্স, ডাক্তার কিংবা প্রশাসনের মতো আমার বাবাও একজন সৈনিক।
তাঁহার স্বপ্নে কোভিড-19 যেখানে পরাজিত, সেখানে লকডাউন তো তুচ্ছ ছাঁই।
স্বার্থান্বেষী সমাজ উনাকে অসচেতন নির্লজ্জ বলে!
উনি শুনেও না শোনার ভান করে ফিরে আসে আপন গৃহে,
অতঃপর গভীর চিন্তায় শায়িত হয় কিছুটা সময়ের জন্য।
হৃদয়ে কিসের তান্ডব চলে আমি দেখতে পাই না,
কিন্তু অবেলায় অশ্রুর লুকোচুরি খেলা অজান্তেই ধরা পড়ে।
আমি বুজতে পারি উনি কতটা কষ্টে আছে,
কতটা নিষ্পাপ উনার স্বপ্ন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.