ধারহীন ফুটবলে পয়েন্ট হারাল আর্সেনাল

 

বিটিসি স্পোর্টস ডেস্ক: ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত একটানা আক্রমণ করে গেল আর্সেনাল। কিন্তু প্রতিপক্ষ গোলরক্ষককে খুব একটা ভাবাতেই পারল না তারা। এভারটনের বিপক্ষে পয়েন্ট হারিয়ে আরও পিছিয়ে পড়ল লিগ টেবিলের শীর্ষে ফেরার লড়াইয়ে।
এমিরেটস স্টেডিয়ামে শনিবার প্রিমিয়ার লিগের ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে।
লিগে টানা তিন জয়ের পর গত সপ্তাহে ফুলহ্যামের মাঠে ১-১ ড্র করেছিল আর্সেনাল। এবার ঘরের মাঠে সাদামাটা পারফরম্যান্সে টেবিলের নিচের দিকের দলের বিপক্ষে হোঁচট খেল তারা।
দুর্বল প্রতিপক্ষের ওপর শুরু থেকে চাপ ধরে রাখলেও পরিষ্কার সুযোগ তৈরি করতে পারছিল না আর্সেনাল। চারটি লক্ষ্যভ্রষ্ট শটের পর ২৯তম মিনিটে ডেডলক ভাঙার সুবর্ণ সুযোগ পেয়ে যায় তারা।
বক্সে ঢুকে একজনকে কাটিয়ে মার্টিন ওডেগোরকে খুঁজে নেন বুকায়ো সাকা; কিন্তু দারুণ পজিশনে পেয়েও পারেননি স্বাগতিক অধিনায়ক। তার শট রক্ষণে এক ডিফেন্ডারের পায়ে লাগার পর রুখে দেন গোলরক্ষক।
দ্বিতীয়ার্ধেও একই গতিতে চলতে থাকে খেলা। গত দুইবারের রানার্সআপরা মাঠে আধিপত্য করলেও, তাদের আক্রমণ তেমন ধার ছিল না। প্রথমার্ধের সাতটির পর এই অর্ধে গোলের জন্য আরও ছয়টি শট নেয় তারা, কিন্তু প্রতিপক্ষের দেয়াল ভাঙতে পারেনি মিকেল আর্তেতার দল।
১৬ ম্যাচে আট জয় ও ছয় ড্রয়ে ৩০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আর্সেনাল।
১৫ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে পঞ্চদশ স্থানে এভারটন।
দিনের আরেক ম্যাচে, ফুলহ্যামের সঙ্গে ২-২ ড্র করেছে লিভারপুল। ১৫ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তারা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.