ধামরাইয়ে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২০

প্রতীকী ছবি

সাভার প্রতিনিধি:  ঢাকার ধামরাইয়ে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে এক বাসের চালকসহ কমপক্ষে ২০ জন বাসযাত্রী আহত হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনকঢাকা।

আজ সোমবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের উপজেলার ঢুলিভিটা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা বিটিসি নিউজকে জানান, ঢুলিভিটা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় ঢাকাগামী যাত্রীবাহী বাসের সাথে বিপরীত দিক থেকে আসা গোল্ডেন লাইন পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে দুটি বাসই দুমড়ে-মুচড়ে যায়। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.