নওগাঁ প্রতিনিধি: নওগাঁর ধামইরহাট সীমান্ত এলাকা দিয়ে নারীসহ ১০ জন বাংলাদেশিকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার (৩১ জুলাই) ভোর রাতে উপজেলার আগ্রাদ্বিগুন সীমান্তের ২৫৬/৭-এস নম্বর পিলারের কাছ দিয়ে বাংলাদেশে পুশ ইন করলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবির) সদস্যরা আটক করেন তাদের।
এ দিন সকালে বিজিবি-১৪ (পত্নীতলা) ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন এ তথ্য বিটিসি নিউজকে নিশ্চিত করেছেন।
এদিকে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তারা বাংলাদেশের নাগরিক।
বিজিবি সূত্রে জানা যায়, আগ্রাদ্বিগুন বিওপির টহল কমান্ডার জেসিও সুবেদার জিহাদ আলীর নেতৃত্বে একটি টহলদল সীমান্তের শূন্য লাইন থেকে কমপক্ষে এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে মহেষপুরে ১০ জনকে ঘোরাঘুরি করতে দেখে আটক করে তাদের।
এরপর প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, বিভিন্ন সময়ে বাংলাদেশের সীমান্ত দিয়ে ভারতের বোম্বাই শহরে দুজন পুরুষ রাজমিস্ত্রি এবং ৮ জন মহিলা বাসাবাড়িতে কাজ করতে যান। পরবর্তী সময়ে তাদের ভারতীয় পুলিশ (সিআইডি) আটক করে। পরে ২৯ জুলাই ভারতের হরিবংশীপুর বিএসএফ ক্যাম্পের কাছে তাদের হস্তান্তর করা হয়।
Comments are closed, but trackbacks and pingbacks are open.