ধানের শীষে মনোনয়র পেলেন যুবদলের যুগ্ম সা. সম্পাদক নয়ন

ঢাকা প্রতিনিধি: কারাবন্দি চেয়ারপারসন খালেদা জিয়াকে দিয়ে মনোনয়ন চিঠি ইস্যু শুরু করেছে বিএনপি। গতকাল সোমবার বেলা সোয়া ৩টার দিকে গুলশানের রাজনৈতিক কার্যালয় থেকে এই চিঠি হস্তান্তর করা হচ্ছে।

প্রথমে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছ থেকে বগুড়া-৬ আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়ন চিঠি গ্রহণ করেন ভিপি সাইফুল ইসলাম। এরপর বগুড়া-৭ আসনে তার জন্য আরেকটি মনোনয়ন চিঠি গ্রহণ করেন খালেদা জিয়ার উপদেষ্টা হেলালুজ্জামান লালু। পরে তার জন্য ফেনী-১ আসনেও মনোনয়ন ইস্যু করা হয়।

ভোলা-৪ আসনে ধানের শীষের টিকিট পেয়েছেন ছাত্রদলের সাবেক ভাইস-প্রেসিডেন্ট ও বার্তমান কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক  মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন।

তফসিল অনুসারে, আগামী ৩০ ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচনে ভোট হবে। মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ২৮ নভেম্বর, ২ ডিসেম্বর যাচাই-বাছাই ও মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন নির্ধারিত রয়েছে ৯ ডিসেম্বর।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.