ধর্ষণ ও নির্যাতনের প্রতিবাদে, পঞ্চগড়ে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল

পঞ্চগড় প্রতিনিধি: সারাদেশের বিভিন্ন এলাকায় নারী ধর্ষণ ও নির্যাতনের প্রতিবাদে পঞ্চগড়ে  বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (১০ অক্টোবর) সকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ পঞ্চগড় জেলা শাখার উদ্যোগে, শেরে বাংলা চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে, শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় এসে শেষ হয়।
এ সময় বাংলাদেশ ইসলামী আন্দোলন জেলা শাখার সাধারণ সম্পাদক ক্বারী আব্দুল্লাহ,যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ মো.নবীর উদ্দীন,বাংলাদেশ ইসলামী শাসনতন্ত্র জেলা শাখার সভাপতি লিয়াকত আলী,ইসলামী শাসনতন্ত্র যুব আন্দোলনের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমানসহ জেলার ৫ উপজেলার বিভিন্ন এলাকার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে বক্তারা, নোয়াখালী বেগমগঞ্জে নারীকে বিবস্ত্র করে ধর্ষণ ও সিলেট এমসি কলেজের ছাত্রবাসে গৃহবধূকে গনধর্ষণসহ দেশের বিভিন্ন এলাকায় নারী ধর্ষণ ও নির্যাতনের সাথে জড়িত সকলের বিচার ও ফাঁসির দাবী জানান।
এরে আগে কেন্দ্রীয় শহীর মিনারের সামনে ধর্ষণের প্রতিবাদে বিডি ক্লিন ও বন্ধুসভা নামে দুটি সংগঠনের যৌথ উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর পঞ্চগড় প্রতিনিধি শেখ সম্রাট হোসাইন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.