‘ধর্ষণের কারণে আমার এই পরিণতি’ গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

ঝালকাঠি প্রতিনিধি: আজ শনিবার দুপুরে ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার বিনাপানি গ্রামের একটি মাঠ থেকে গণধর্ষণ মামলার প্রধান আসামি সজল জোমাদ্দার নামে এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত সজল পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার নদমুলা গ্রামের আবুল হোসেন জোমাদ্দারের ছেলে। সে ভান্ডারিয়া থানার একটি গণধর্ষণ মামলার প্রধান আসামি।

কাঁঠালিয়া থানার ওসি এনামুল হক বিটিসি নিউজকে জানান, আজ দুপুরে বিনাপানি গ্রামের একটি বাগানের পাশের মাঠে সজলের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। কাঁঠালিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাথার দুই পাশে দুটি গুলিবিদ্ধ অবস্থায় তার লাশ উদ্ধার করে। নিহতের বুকে লেমিনেটিং করা একটি কাগজে লেখা ছিল তার নাম সজল। সে মাদ্রাসা ছাত্রী কারিমা ধর্ষণ মামলার আসামি। ধর্ষণের কারণে তার এই পরিণতি।

খবর পেয়ে ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার (রাজাপুর-কাঁঠালিয়া সার্কেল) মো. মোজাম্মেল হক রেজা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ভান্ডারিয়া ও কাঁঠালিয়া থানা পুলিশ বিটিসি নিউজকে জানায়, গত ১২ জানুয়ারি সকাল ১১টার দিকে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার নদমুলা গ্রামে এক মাদ্রাসা ছাত্রীকে তুলে নিয়ে গণধর্ষণ করা হয়। ওই ঘটনায় সজলকে প্রধান আসামি করে ১৪ জানুয়ারি ভান্ডারিয়া থানায় একটি মামলা দায়ের হয়।

তার পরিবার জানিয়েছেন মামলার পর থেকেই সজল জোমাদ্দার নিখোঁজ ছিলেন।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.