ধর্ষণের কথা ফাঁস হওয়ার ভয়ে বিধবা নারীকে হত্যা, গ্রেফতার-২  

বিশেষ প্রতিনিধি: বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের ভূতেরদিয়া গ্রামে ৫ সন্তানের জননী মরিয়ম বেগম হত্যায় জড়িত সন্দেহে অভিযুক্ত ২ আসামীকে ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতার করেছে পুলিশ। হত্যার আগে ওই বিধবা নারীর ঘরে ঢুকে গ্রেফতারকৃতরা তাকে জোরপূর্বক ধর্ষণ করে। ধর্ষণের ঘটনা ফাঁস হওয়ার ভয়ে তাকে লাঠি দিয়ে মাথায় আঘাত করে হত্যা করে বলে প্রাথমিকভাবে সন্দেহ করছে পুলিশ।
গ্রেফতারকৃত আসামীরা হলো- একই এলাকার সুমন ফকির (৩৫) ও শয়ন চন্দ্র শীল (১৯)। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা ওই নারীকে ধর্ষণ ও এ ঘটনা ফাঁস হওয়ার ভয়ে লাঠি দিয়ে মাথায় আঘাত করে তাকে হত্যা কথা স্বীকার করেছে।
আজ রবিবার (১৬ জানুয়ারি) দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার মো. শাজাহান।
তিনি জানান, ভূতেরদিয়া গ্রামে স্বামীর বসত ভিটায় থাকতেন ৫ সন্তানের জননী বিধবা মরিয়ম বেগম। গত ১২ জানুয়ারি বুধবার রাতে মরিয়ম নিজ ঘরে একা ছিলেন।
ওই রাতে পূর্ব পরিচয়ের সূত্র ধরে সুমন ও শয়ন ওই নারীর ঘরে প্রবেশ করে। একপর্যায়ে তারা ওই নারীকে পালাক্রমে ধর্ষণ করে। পরে এ ঘটনা ফাঁস হওয়ার ভয়ে ওই রাতেই তাকে ঘর থেকে বাইরে বের করে লাঠি দিয়ে মাথায় আঘাত করে তার মৃত্যু নিশ্চিত করে। পরে তার মরদেহ বাড়ি সংলগ্ন সন্ধ্যা নদীর নালায় ফেলে দেয়।
পরদিন ১৩ জানুয়ারি খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে। কিন্তু এ ঘটনার কোন ক্লু পাচ্ছিলো না পুলিশ। পরে তথ্য প্রযুক্তি ব্যবহার করে সন্দেহভাজন অভিযুক্তকে শনাক্ত করে তারা। এরপর আশপাশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতার করা হয় অভিযুক্ত সুমন ও শয়নকে।
অতিরিক্ত পুলিশ সুপার মো. শাজাহান বিটিসি নিউজকে জানান, গ্রেফতারকৃতদের আরও ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য আজ রবিবার তাদেরকে পুলিশ হেফাজতে বিজ্ঞ আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ প্রতিনিধি রুহুল আমীন খন্দকার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.