ধর্ম প্রতিমন্ত্রীর অংশ গ্রহনে ইসলামপুরে বন্যা করোনা মোকাবেলা ও ত্রাণ বিতরণ বিষয়ক জরুরী জুম মিটিং


ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের ইসলামপুরে জুম অ্যাপের মাধ্যমে দুর্যোগ ব্যবস্থাপনার কমিটির করোনা ভাইরাস মোকাবেলা লকডাউন বাস্তবায়ন, বন্যা ও ত্রাণ বিতরণ বিষয়ক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার রাতে উপজেলা প্রশাসনের আয়োজনে অনলাইন ভার্চুয়াল মিটিংয়ে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল এমপি।
উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. জামাল আব্দুন নাছের বাবুল এতে সভাপতিত্ব করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মাজহারুল ইসলামের সঞ্চালনায় এতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড.আঃ সালাম, ইসলামপুর কলেজের অধ্যক্ষ ফরিদ উদ্দিন আহমেদ, পৌর মেয়র আঃ কাদের শেখ,উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আকন্দ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটুসহ বিভিন্ন ইউপি চেয়ারম্যান, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও এনজিও প্রতিনিধিরা অংশ নেন। এ সময় আগামী বন্যার ত্রান বিতরণ,ঈদুল আজহার ভিজিএফ বিতরণ, করোনায় কর্মহীনদের সহায়তা কার্যক্রম নিয়ে বিস্তর আলোচনা করা হয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি লিয়াকত হোসাইন লায়ন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.