ধর্মীয় প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা ঘৃণ্যকাজ: প্রধানমন্ত্রী শেখ হাসিনা

  

ঢাকা প্রতিনিধি আজ শনিবার (১৬ মার্চ) সকালে গণভবনে ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে দ্বিতীয় কাঁচপুর সেতুসহ তিনটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন ধর্মীয় প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলার মতো ঘৃণ্যকাজ আর নেই ,এ ধরনের জঙ্গিবাদ বন্ধে বিশ্ব নেতাদের উদ্যোগী হতে হবে। 

 প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেন, নামাজ পড়ার সময় একটা ধর্মীয় প্রতিষ্ঠানের মধ্যে ঢুকে, মানুষ হত্যা করার মত জঘন্য কাজ আর হতে পারে না। আমি আশা করবো বিশ্ববাসী অন্তত এই ঘটনার নিন্দাই করবে না, জঙ্গিবাদ যেন চিরতরে বন্ধ হয় সে ব্যাপারে ব্যবস্থা নেবে। যারা জঙ্গি তাদের কোন দেশ নাই, ধর্ম নাই, জাতিও নাই, তারা সন্ত্রাসী।

তিনি আরও বলেন, আমরা আমাদের দেশকে জঙ্গিবাদ, সন্ত্রাস থেকে রক্ষা করতে সক্ষম হয়েছি। যেখানে আমাদের ক্রিকেট টিম পাঠাব সেখানে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা আছে কিনা দেখতে হবে। আমাদের দেশ যখন কোন ক্রিকেট টিম আসে তখন তাদের আমরা নিরাপত্তা দেই। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.