ধর্মঘটে অচল জার্মানির ট্রেন যোগাযোগ ব্যবস্থা

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: জার্মানিতে ৭২ ঘণ্টা ধর্মঘটের ডাক দিয়েছেন ট্রেন চালকরা। স্থবির হয়ে পড়েছে দেশটির ট্রেন যোগাযোগ ব্যবস্থা। চরম বিপাকে পড়েছেন যাত্রীরা। এদিকে ধর্মঘটকারীদের বিভিন্ন দাবি গুরুত্বসহ বিবেচনার আশ্বাস দিয়েছে জার্মান সরকার।
স্থানীয় সময় বুধবার (১০ জানুয়ারি) সকাল থেকে তিনদিনের ধর্মঘটরের ডাক দেয় জার্মানির ট্রেন চালকদের বিভিন্ন সংগঠন। এতে চরম বিপাকে পড়েন যাত্রীরা।
ট্রেন চালকদের ধর্মঘটের কারণে চলেনি দূরপাল্লা কিংবা স্বল্পপাল্লার কোনো ট্রেন। এতে রাজধানী বার্লিনের সঙ্গে দেশটির অন্যান্য শহরের রেল যোগাযোগ পুরোপুরি বিছিন্ন হয়ে পড়ে। 
চালকরা তাদের বেতন বাড়ানোর সঙ্গে সঙ্গে প্রত্যেককে এককালীন অর্থ প্রদান ও সাপ্তাহিক কর্মঘণ্টা ৩৮ এর পরিবর্তে ৩৫ ঘণ্টা করার দাবি জানান। তবে দফায় দফায় আলোচনার পরও কর্তৃপক্ষ দাবি না মানায়, এই অচলাবস্থার সৃষ্টি বলে জানিয়েছে জার্মানির ট্রেড ইউনিয়ন। 
এদিকে এই ধর্মঘটকে ‘গুরুত্বসহ বিবেচনার’ আশ্বাস দিয়েছে শলজ প্রশাসন।
তবে শুধু কথায় নয়, কর্মীদের তোলা দাবি মেনে না নিলে সামনের দিনগুলোতে আরও বড় পরিসরে ধর্মঘটের ডাক দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে জার্মান ট্রেন চালকরা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.