ধরিত্রী বাংলাদেশ সম্মাননা পেলেন ৮ গুণীজন

বিশেষ প্রতিনিধি: নিজ নিজ ক্ষেত্রে অবদান রাখায় দেশের আট ব্যক্তি পেয়েছেন ধরিত্রী বাংলাদেশ জাতীয় সম্মাননা। সাংবাদিকতায় হারুন হাবীব, শিক্ষায় নূর উদ্দিন আহমেদ, শান্তিতে এম এ মান্নান, মানবসেবায় অ্যারোমা দত্ত, সংস্কৃতিতে মানজারে হাসীন মুরাদ, মুক্তিযুদ্ধে (মরণোত্তর) ইউ কে চিং মারমা বীর বিক্রম, মুক্তিযুদ্ধে মোহাম্মদ ফজলুল হক এবং কৃষিতে মোতাহার হোসেন মোল্লা।
শনিবার (৭ জানুয়ারি) জাতীয় শিল্পকলা একাডেমিতে এ সম্মাননা দেওয়া হয়।
শান্তিতে পদকপ্রাপ্ত পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান অনুভূতি প্রকাশ করে বলেন, জীবনে বহুজনকে পদক পরিয়ে দিলেও এই প্রথম নিজে পদক পেলাম। সকলে আসলে শান্তি চায়, এজন্য সকল শান্তিপ্রিয় মানুষ শান্তিপদক পাওয়ার যোগ্য। বাংলাদেশে শান্তির আবহ আসছে। যদিও অনেক সময় অনেকে অশান্তি সৃষ্টি করতে চায়।
ধরিত্রী বাংলাদেশের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা সিআরপির প্রতিষ্ঠাতা ভ্যালেরি অ্যান টেলর, এশিয়াটিক সোসাইটির সভাপতি অধ্যাপক মাহফুজা খানম।
এ সম্মননা প্রদান অনুষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে ধরিত্রী বাংলাদেশ সংস্কৃতি সংসদ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ প্রতিনিধি মো: লোকমান হোসেন পলা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.