ধরা পড়ল ওমিক্রণের নয়া ভ্যারিয়েন্ট বি,এ-৪,৬

কলকাতা (ভারত) প্রতিনিধি: বিশ্ব জুরে যখন করোনা পরিস্থিতি থিতু হওয়ার মুখে ঠিক তখনই ওমিক্রণের নতুন ভ্যারিয়েন্ট বি,এ-৪,৬ ধরা পরল আমেরিকা ব্রিটেন সহ কয়েকটি দেশে।
বিশেষজ্ঞরা যানাচ্ছেন নয়া এই প্রজাতি ওমিক্রণেরই বংশধর।
প্রথম এর সন্ধান দক্ষিণ আফ্রিকাতে মিললেও এখন ইউরোপ আমেরিকার সহ বেশ কয়েকটি দেশে ছড়িয়ে পড়েছে।
যদিও এই ভ্যারিয়েন্টের ওপর বিশেষজ্ঞরা কড়া নজর রাখলেও তাঁদের মতামত ‘মাল্টিভ্যালেন্ট করোনা ভাইরাস ভ্যাকসিন ‘তৈরির ওপর জোর দেওয়া। যাতে করে শুরুতেই এই ভাইরাসের মোকাবিলা করা যায়।
সমীক্ষায় দেখা যাচ্ছে ইতিমধ্যেই যাঁরা আক্রান্ত হয়েছেন তাঁদের ঝুঁকি খুব বেশী এবং এরাই বেশী আক্রান্ত হচ্ছেন।
পাশাপাশি ডেঙ্গি ম্যালারিয়া সহ মশাবাহিত রোগের আক্রমণ ও উর্ধগতিতে। আসন্ন উৎসব মরসুমে এ ধরনের আক্রান্তের খবরে প্রশাসন খুবই চিন্তিত।
কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল ডেঙ্গি আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আরও অনেকের ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যুর খবর ও পাওয়া গেছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর কলকাতা (ভারত) প্রতিনিধি স্বপন দেব। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.