ধরলায় জেলেদের জালে ধরা পড়া বাঘাইড় বিক্রি হলো কাকিনা বাজারে

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা বাজারে ৫২ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ ২৬ হাজার টাকায় বিক্রি হয়েছে। আজ সোমবার (১৪ জুন) দুপুরে কাকিনা বাজারে মাছটি কেটে ৫০০ টাকা কেজিদরে বিক্রি করা হয়।
স্থানীয়রা বিটিসি নিউজকে জানান, কুড়িগ্রামের ধরলা নদীতে স্থানীয় জেলেদের জালে আটকা পড়েছে ৫২ কেজি ওজনের বাঘাইড় মাছটি। মাছটি বিক্রি করতে ওই জেলেরা লালমনিরহাটের কাকিনা বাজারে এলে উৎসুক জনতা ভিড় জমায়।
মাছটি বিক্রিতে একক কোনো ক্রেতা না পেয়ে স্থানীয়দের অনুরোধে জেলেরা মাছটি কেটে ৫০০ টাকা কেজি দরে বিক্রি করেন। স্থানীয় ৫২ জন ক্রেতা ২৬ হাজার টাকা দিয়ে মাছটি ক্রয় করেন।
কাকিনা বাজারের ব্যবসায়ী মোস্তাফিজার রহমান বিটিসি নিউজকে বলেন, কুড়িগ্রামের জেলেরা মাছটি ধরলা নদী থেকে ধরে কাকিনা বাজারে বিক্রি করতে আসেন। এ সময় স্থানীয় জনতা ও বাজারের ব্যবসায়ীরা সম্মিলিত ভাবে ৫০০ টাকা কেজিদরে মাছটি কিনে নেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর লালমনিরহাট প্রতিনিধি হাসানুজ্জামান হাসান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.