দ. কোরিয়ার সঙ্গে উ. কোরিয়ার আন্তঃযোগাযোগ বিচ্ছিন্ন

ছবি: সংগৃহীত

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ কোরিয়ার সঙ্গে সব রকম আন্তঃযোগাযোগ বিচ্ছিন্ন করার কথা বলেছে উত্তর কোরিয়া। এমনকি দুই কোরিয়ার নেতাদের মধ্যে যে হটলাইন আছে, তাও স্থগিত করেছে তারা।

বিবিসির খবরে বলা হয়, উত্তর কোরিয়া সীমান্ত শহর কায়েসোং-এ যে লিয়াজোঁ অফিস থেকে প্রতিদিনের কল হতো তা আজ মঙ্গলবার (০৯ জুন) থেকে বন্ধ হয়ে গেছে।

দুই দেশের মধ্যে উত্তেজনা নিরসনে ২০১৮ সালে এই অফিস স্থাপন করেছিল দুটি দেশ।

কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) বলেছে, ২০২০ সালের আজ মঙ্গলবার (০৯ জুন) স্থানীয় সময় দুপুর ১২টা থেকে উত্তর ও দক্ষিণ কোরিয়ার কর্তৃপক্ষের মধ্যে লিয়াজোঁ অফিস পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে।

করোনা মহামারির কারণে বিধিনিষেধের জন্য জানুয়ারীতে এই লিয়াজোঁ অফিস অস্থায়ীভিত্তিতে বন্ধ হলেও দুই দেশের মধ্যে ফোনে যোগাযোগ ছিল।

কেএনসিএ বলেছে, আমরা সিদ্ধান্তে উপনীত হয়েছি যে, দক্ষিণ কোরিয়ার কর্তৃপক্ষের সঙ্গে আমাদের মুখোমুখি বসার আর কোনো প্রয়োজন নেই। তারা আমাদেরকে শুধুই হতাশ করেছে। এ জন্য তাদের সঙ্গে আলোচনার কোনো ইস্যু নেই। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.