দ্রুত বাড়ছে যমুনার পানি: দেখা দিয়েছে নদী ভাঙ্গন

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে গত কয়েক দিনের বৃষ্টির পাশাপাশি উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিরাজগঞ্জের যমুনা নদীতে পানি বৃদ্ধি পাচ্ছে।
শুক্রবার (২৩ মে) সকাল ৬ টায় পানি উন্নয়ন বোর্ড জানায়, গত ২৪ ঘণ্টায় সিরাজগঞ্জ হার্ড পয়েন্টে পানির সমতল ৯.৮২ মিটার, পানি বৃদ্ধি পেয়েছে ১৬ সেন্টিমিটার ও কাজিপুর স্টেশনে পানির সমতল ১১.৩৭ মিটার, পানি বৃদ্ধি পেয়েছে ১২ সেন্টিমিটার। যা বিপদ সীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও জেলার কাজিপুর, শাহজাদপুর উপজেলার মোহনপুর, চরঠুটিয়া বাড়ি, হাতকোড়া সহ বেশ কয়েকটি এলাকায় নদী ভাঙ্গন দেখা দিয়েছে। ইতিমধ্যেই বেশ কিছু ফসলি জমি ঘর,বাড়ি,বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান নদী গর্ভে বিলীন হয়ে গেছে।
ভাঙ্গনকৃত এলাকার আমজাদ হোসেন, লাইলী বেগম বলেন, প্রতিবছরই পানি বৃদ্ধি এবং কমার সময় যমুনায় ভাঙ্গন দেখা দেয়। এবারও শুরু হয়েছে ভাঙ্গন।
সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোখলেসুর রহমান শুক্রবার সকালে যমুনা ভাঙ্গনের সত্যতা স্বীকার করে বলেন, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে গত কয়েক দিন ধরেই বাড়ছে যমুনা নদীর পানি। দ্রুত ভাঙ্গন প্রতিরোধের ব্যবস্থা নেওয়া হবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর সিরাজগঞ্জ প্রতিনিধি মো: সুলতান হোসেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.