দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ CPIML লিবারেশনের (ভিডিও)

নদীয়া (ভারত) প্রতিনিধি: আজ শনিবার (১০ জুলাই) কলকাতার হাজরার মোড়ে সিপিআইএমএল লিবারেশন এর কলকাতা জেলা কমিটির পক্ষ থেকে গ্যাস পেট্রল ডিজেল সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সভার ডাক দেয়।
ঐ সভায় পার্টির পক্ষ থেকে দাবী করা হয় কেন্দ্রের বিজেপি’র সরকার ক্ষমতায় আসার পর থেকে প্রতিদিন জিনিস পত্রের দাম বাড়িয়ে চলেছে। অন্যদিকে একের পর এক সরকারি সংস্থা বেসরকারী পুঁজিপতিদের হাতে তুলে দিয়ে দেশে কর্মসংস্থান সংকুচিৎ করে চলেছে।
যার ফলে দেশের মধ্যে দিন দিন বেকারের সংখ্যা বেড়ে চলেছে। সেই সেইসঙ্গে নয়া অর্ডিন্যস জারি করে কালা আইন নিয়ে এসে শ্রমিক ও কৃষকের উপর নিপীড়ন অত্যাচার নামিয়ে আনছে।
এছাড়াও এদিন বক্তারা রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বলেন অবিলম্বে স্বচ্ছ ও দুর্নীতি মুক্ত নিয়োগ প্রক্রিয়া চালু করতে হবে।স ভার শেষে নরেন্দ্র মোদীর কুশপুতুল পোড়ানো হয়। এদিনের সভায় উপস্থিত ছিলেন পার্টির কলকাতা জেলা কমিটির নেতৃবৃন্দ ও সিপিআই এম এল এর রাজ্য নেতা বাসুদেব বসু ,অতনু চক্রবর্তী, ইন্দ্রাণী দত্ত,মিথিলেশ সিং সহ অনান্ন্য নেত্ববৃন্দ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর নদীয়া (ভারত) প্রতিনিধি গোপাল বিশ্বাস। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.