দ্রব্যমূল্যের উর্ধগতির প্রতিবাদে রংপুরে শ্রমিকদের ধর্মঘট (ভিডিও)

রংপুর প্রতিনিধি: দ্রব্যমূল্যের উর্ধগতির প্রতিবাদ, পুলিশী হয়রানী বন্ধসহ ৯ দফা দাবিতে রংপুর মহানগরীতে ব্যটারি চালিত অটো, রিকশা ও ভ্যাণ শ্রমিকদের ধর্মঘট চলছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।
প্রথমে আজ সোমবার (২১ মার্চ) সকাল ৬ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত ধর্মঘট আহবান করা হলেও  অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষার কারণে ২ ঘন্টা কমিয়ে বারোটা পর্যন্ত করা হয়েছে। রিকশা, অটো ভ্যান না চলায় নগরীতে সকাল ৬ টা থেকে দুর্ভোগে পড়েছেন শিক্ষার্থী কর্মজীবি মানুষ। পায়ে হেটে  যাতায়াত করছেন তারা। যে নগরী যানজটে অস্থির থাকার কথা। সেই নগরী এখন ফাঁকা।
ধর্মঘট পালনকারীরা নগরীর ১৪ পয়েন্টে অবস্থান নিয়ে সমাবেশ করছেন। সাধারণ মানুষ দুভ্যোগে পড়লেও তাদের দাবি মেনে নেয়ার আহবান জানিয়েছেন। আর নেতারা বলছেন দাবি না মানলে ৭২ ঘন্টার দর্মঘটে যাবেন তারা।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর রংপুর প্রতিনিধি এস এম রাফাত হোসেন বাঁধন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.