দ্রব্যমুল্য বৃদ্ধির প্রতিবাদে বগুড়া সদর উপজেলা বিএনপির প্রতিবাদ সমাবেশ

বগুড়া প্রতিনিধি: আওয়ামী’লীগ সিন্ডিকেট করে দেশে দ্রব্যমুল্য বৃদ্ধি করেছে। লাগামহীন দ্রব্যমুল্যের উর্ধগতির কারণে দেশের জনগণ আজ দিশেহারা। নিশিরাতের সরকার জনগলের ধার ধারেনা, কারণ তারা জনগনের ভোটে নির্বাচিত নয়।
আ’লীগ করলে মুক্তিযোদ্ধা আর অন্যদল করলে রাজাকার। আ’লীগ এ দেশকে নিজস্ব সম্পত্তি মনে করে। ভারতের নতজানু সরকার বলে, পুলিশ হল সকল ক্ষমতার উৎস, জনগণ না, কারণ তাদের জনগনের ভোটের দরকার নেই।
আ’লীগ সরকার জানে ক্ষমতা হারালে তারা দেশে থাকতে পারবে না। তাই তারা বিদেশে হাজার হাজার কোটি টাকা পাচার করে বেগম পাড়া তৈরি করছে। বিএনপি এদশের মাটি ও মানুষের দল। নিশিরাতের সরকার বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। আগামীতে যে কোন সময় দেশ ও দেশের মানুকে বাঁচাতে বিএনপির ডাকে আন্দোলনে ঝাপিয়ে পড়তে হবে। এরা সহজে ক্ষমতা ছাড়বে না। আন্দোলনের মাধ্যমে এদের টেনে হেচড়ে ক্ষমতা থেকে বিদায় করতে হবে।
সোমবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে দ্রব্যমুল্য বৃদ্ধির প্রতিবাদে বগুড়া সদর উপজেলা বিএনপির উদ্যোগে বাঘোপাড়া বন্দরে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বগুড়া জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও বগুড়া জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন চান।
বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহম্মেদ খাঁন রুবেলের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক এ্যাডঃ সৈয়দ জহুরুল আলমের পরিচালনায় প্রতিবাদ সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটি  ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বগুড়া সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সালেহ নয়ন, আতিকুর রহমান আতিক,  বগুড়া জেলা মহিলাদলের সহ-সাংগঠনিক সম্পাদক হাজেরা বেগম, বিএনপিনেতা মাহিদুল ইসলাম গফুর, বগুড়া সদর উপজেলা যুবদলের আহবায়ক শ্রী অতুল চন্দ্র, সিনিয়র যুগ্ম আহবায়ক তৌহিদুল ইসলাম তৌহিদ, যুগ্ম আহবায়ক ইমদাদুল হক রাব্বী, শফিকুল ইসলাম জুয়েল, সদর উপজেলা কৃষকদলনেতা আব্দুস সালাম খান রুবেল, এবিএম মিলন, বগুড়া সদর উপজেলা শ্রমিকদলের সভাপতি আমিনুল ইসলাম সাধারণ সম্পাদক ফারুক হোসেন মন্ডল, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন। ছাত্রদলনেতা সরকার ছেফাত, লিছান, আল আমিন, বিপ্লব, নিশিন্দারা ইউনিয়ন বিএনপির আহবায়ক ও ইউপি চেয়ারম্যান সহিদুল ইসলাম সরকার, মানিক, পিস্তা, রাজ্জাক।
গোকুল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আইযুব খান, সাংগঠনিক সম্পাদক আসাদুল হক টুকু, প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম শফিক।
শাখিারিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ছামছুল আলম মন্ডল, সাধারণ সম্পাদক হাসান জাহিদ হেলাল, সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান মাষ্টার।
নুনগোলা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রশিদ বজলু, সাধারণ সম্পাদক শাহ আলম জনি, সাবেক সভাপতি শফিকুল ইসলাম মাষ্টার, নামুজা ইউনিয়ন বিএনপির সভাপতি আবু বকর মাষ্টার, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান।
লাহিড়ীপাড়া ইউনিয়ন বিএনরি সভাপতি মাফতুন সাধারণ সম্পাদক আপেল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক জালাল আহম্মেদ, সাবগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাজু।
রাজাপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক রাজু আহম্মেদ, শেখেরকোলা ইউনিয়ন বিএনপির  সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান দুলাল, সাংগঠনিক সম্পাদক রাসেদুজ্জামান রকিব, এরুলিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ হারুনসহ বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বগুড়া প্রতিনিধি রাহেনুর ইসলাম। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.