দৌলতপুর সীমান্ত থেকে ২২ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

কুষ্টিয়া প্রতিনিধি: ভারত ও বাংলাদেশ সীমান্তের শীর্ষ মাদক ব্যবসায়ী ও দুর্ধর্ষ সন্ত্রাসী তিন মামলার যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তসহ ২২ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হাবিবুর রহমান হাবুকে (৪৫) কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ রবিবার (০৯ অক্টোবর) দুপুরে দৌলতপুর থানায় প্রেস ব্রিফিং করে এ তথ্য জানিয়ে ওসি মো. মজিবুর রহমান বলেন, দৌলতপুর সীমান্তের শীর্ষ ও দুর্ধর্ষ সন্ত্রাসী এবং পেশাদার মাদক ব্যবসায়ী তিনটি মাদক মামলার যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি হাবিবুর রহমান হাবু ২২ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি। শনিবার সন্ধ্যায় দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের সীমান্ত সংলগ্ন পাকুড়িয়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে সীমান্ত সংলগ্ন পাকুড়িয়া ভাঙ্গাপাড়া গ্রামের হানিফ মণ্ডলের ছেলে।
ওসি আরও জানান, ভারতে পলাতক থেকে শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী হাবু সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদক ব্যবসা পরিচালনা করতো। কয়েকদিন আগে বাংলাদেশে এসে সীমান্ত সংলগ্ন পাকুড়িয়া নিজ গ্রামে অবস্থান করছে এমন সংবাদ পেয়ে দৌলতপুর থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর কুষ্টিয়া প্রতিনিধি মো. আলাউদ্দিন হোসেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.