দৌলতদিয়া ঘাট এলাকায় ভাসছিল যুবকের অর্ধগলিত মরদেহ

রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ঘাট এলাকায় পদ্মা নদী থেকে অজ্ঞাত এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ।
শুক্রবার (৩১ মার্চ ) বিকেল ৩টার দিকে দৌলতদিয়া ঘাটের নৌপুলিশ মরদেহটি উদ্ধার করে। এর আগে, দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাট সংলগ্ন ছাত্তার মেম্বারপাড়ায় পদ্মা নদীর তীরের কাছাকাছি মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা।
দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ১ নম্বর ওয়ার্ডের সদস্য মো. কাশেম খান বিটিসি নিউজকে বলেন, স্থানীয়রাদের মাধ্যমে বিষয়টি জানতে পেরে থানায় জানাই খবর দেই। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, কয়েকদিন আগে ওই যুবককে হত্যা করে পদ্মা অথবা যমুনা নদীতে ফেলে দেয় দুর্বৃত্তরা। নিহত যুবকের পরনে ফুলহাতা টি-শার্ট ও লুঙ্গি পরিহিত ছিল। তার বয়স অনুমানিক ৩৫ বছর।
দৌলতদিয়া ঘাট নৌপুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেএম সিরাজুল কবির বিটিসি নিউজকে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পদ্মা বা যমুনা নদীর পশ্চিম দিক থেকে মরদেহটি ভেসে এসেছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি রাজবাড়ী সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর রাজবাড়ী প্রতিনিধি মো. আব্দুল জলিল। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.