দোল উৎসবে মাতোয়ারা বাঙ্গালী শিক্ষার্থীরা

লালপুর (নাটোর) প্রতিনিধি: “ধর্ম যার যার উৎসব সবার” দোল উৎসব প্রাণের উৎসব, মনের উৎসব, ভালবাসার উৎসব, ঋতুরাজ বসন্তের উৎসব। বহির্বঙ্গে পালিত হোলি উৎসবটির সঙ্গে দোলযাত্রা উৎসবটি সম্পর্কযুক্ত।
ফাল্গুন মাসের পূর্ণীমা তিথিতে দোলযাত্রা অনুষ্ঠিত হয়। এই দিন সকাল থেকেই বাঙ্গালীরা  আবির ও বিভিন্ন প্রকার রং নিয়ে খেলায় মত্ত হয়। এই উৎসব উদ্যোপন উপলক্ষে নাটোরের লালপুর উপজেলার গোপালপুর ডিগ্রী পাশ ও অনার্স কলেজের শিক্ষার্থীরা আজ সোমবার সকালে কলেজ চত্ত্বরে হোলি খেলায় আত্বহারা হয়।
হোলি খেলায়  শিক্ষার্থীদের সাথে যোগ দেন উক্ত কলেজের প্রভাষক সনাতন কুমার সরকার, শিক্ষার্থীদের মধ্যে ছিলেন এইচ এস সি প্রথম বর্ষের শিক্ষার্থী ইমন কুন্ডু, রাহাত, সেলিম, নীলয়, জয় সহ আরো অনেক প্রভাষক ও শিক্ষার্থীরা হোলি উৎসব উদ্যাপন করেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর লালপুর (নাটোরপ্রতিনিধি নাহিদ হাসান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.