দোলনা বড়ুয়া তৃষা’র অভয়াচারিণী ২য় খণ্ডের প্রকাশনা অনুষ্ঠান

চট্টগ্রাম ব্যুরো: গতকাল ১ ফেব্রুয়ারী বৃহস্পতিবার, বিকাল ৫ টায় চট্টগ্রাম একাডেমির ফয়েজ নুর নাহার মিলনায়তনে বাংলাদেশ বৌদ্ধ মহিলা সমিতির প্রকাশনা সম্পাদক ঔপন্যাসিক দোলনা বড়ুয়া তৃষা’র অভয়াচারিণী ২য় খণ্ড উপন্যাসের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়। এতে আশীর্বাদক ছিলেন সদ্ধর্মশাসক শাসনরক্ষিত মহাথের।
সভাপতিত্ব করেন বাংলাদেশ বৌদ্ধ মহিলা সমিতির সভাপতি সঞ্চিতা তালুকদার। প্রধান অতিথি ছিলেন শিশু সাহিত্যিক, সাংবাদিক – কবি রাশেদ রউফ। অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন ড. দীপঙ্কর শ্রীজ্ঞান বড়ুয়া।
বিশেষ অতিথি ছিলেন অধ্যক্ষ রীতা দত্ত, কথাসাহিত্যিক দীপক বড়ুয়া। সম্মানিত অতিথি ছিলেন বাংলাদেশ কৃষ্টি প্রচার সংঘ মহিলা কেন্দ্রীয় ঊর্ধ্বতন সহ-সভাপতি চম্পাকলি বড়ুয়া।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষ্টি প্রচার সংঘ যুবর সাবেক সভাপতি পুষ্পেন বড়ুয়া কাজল, প্রকৌশলী তীর্থঙ্কর বড়ুয়া, প্রদীপ বড়ুয়া আনন্দ ড. সবুজ বড়ুয়া, লায়ন অনুত্তর বড়ুয়া, প্রশান্ত বড়ুয়া, অর্থ সম্পাদিকা সীমা বড়ুয়া, কোনাল বড়ুয়া প্রমুখ। উদ্বোধনী সংগীত পরিবেশন করেন সংগঠনের সাংস্কৃতিক সম্পাদক জয়মালা বড়ুয়া।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন রিতু বড়ুয়া। অনুষ্ঠানের শুরুতে সংগঠনের প্রতিষ্ঠাতাদের ছবিতে পুষ্পার্গ অর্পণ ও প্রদীপ প্রজনন করেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চট্টগ্রাম ব্যুরো প্রধান স..জিয়াউর রহমান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.