দোয়ারাবাজার সীমান্তে ৬৩ লাখ টাকার ভারতীয় আপেল জব্দ

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্ত এলাকায় ৬৩ লাখ টাকার ভারতীয় আপেল এবং একটি ট্রাক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (১১ অক্টোবর) সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্তে অভিযান চালিয়ে ভারত থেকে অবৈধভাবে আসা ৫ হাজার ৭০০ কেজি আপেল জব্দ করে সিলেট ব্যাটালিয়ন-৪৮ বিজিবি।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান।
বিজিবি জানিয়েছে, দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার থেকে বোগলাবাজার সড়কের কিনরপাড়া নামক স্থান থেকে ৫ হাজার ৭০০ কেজি ভারতীয় আপেল এবং ইচার রানার নামে একটি ট্রাক জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য ৬৩ লাখ ৫০ হাজার টাকা।
লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বিটিসি নিউজকে বলেন, “ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে আপেলের এই বড় চালানটি জব্দ করা হয়েছে। জব্দকৃত চোরাচালানি মালামাল স্থানীয় কাস্টমসে জমা করা হবে।”
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর সুনামগঞ্জ প্রতিনিধি মো. হাবিব সরোয়ার আজাদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.