দোনেৎস্কের আরেকটি গুরুত্বপূর্ণ শহর দখলে নিয়েছে রাশিয়া

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: দোনেৎস্কের আরেকটি কৌশলগত গুরুত্বপূর্ণ শহর পাভলোভকার সম্পূর্ণরূপে দখলে নিয়েছেন রাশিয়া। দোনেৎস্ক পিপলস রিপাবলিক (ডিপিআর) চেচনিয়ার প্রধানের সহযোগী এবং আখমত বিশেষ অপারেশন ইউনিটের কমান্ডার এই দাবি করেছেন আলাউদিনভ।
বৃহস্পতিবার রাতে ‘ইভেনিং উইথ ভ্লাদিমির সলোভিয়েভ’ টিভি শোতে তিনি এসব কথা বলেন।
চেচেন এই নেতা বলেন, পাভলোভকা বন্দর আজ সম্পূর্ণরূপে মুক্ত করা হয়েছে। তাই আমি মেরিন, বেসরকারি সামরিক সংস্থার কর্মীদের এবং যোগাযোগ লাইনের এ অঞ্চলে যারা সরাসরি যুদ্ধে নিযুক্ত ছিলেন, তাদের সবাইকে কৃতজ্ঞতা জানাই।
আলাউদিনভ বলেন, আখমত স্পেশাল অপারেশন ইউনিটের যোদ্ধারা তাদের আক্রমণ অব্যাহত রেখেছে। বুধবার আমরা এলপিআরের দ্বিতীয় কর্পসের যোদ্ধাদের সঙ্গে নিঝনিয়া বেলোগোরোভকার উপকণ্ঠে প্রবেশ করেছি। অন্যান্য জায়গায়ও অগ্রগতি করছি। আমাদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।
ডিপিআরের ভারপ্রাপ্ত প্রধান ডেনিস পুশিলিন বৃহস্পতিবার ঘোষণা করেছেন, পাভলোভকাকে মুক্ত করা হয়েছে এবং ৯০ শতাংশ এলাকায় মাইন পরিষ্কার করা হয়েছে। (সূত্র: তাস নিউজ)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.