দোনবাসে বিপুল রিজার্ভ সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে রাশিয়া

বিটিসি আন্তর্জাতিক ডেস্করাশিয়া ইউক্রেনের দোনবাসে বিপুল সংখ্যক রিজার্ভ সেনা মোতায়েন করার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
বুধবার যুক্তরাজ্য বলেছে, সেভেরোদনেৎস্ক এলাকার চারপাশে পূর্বের ন্যায় ভারি গোলাবর্ষণ অব্যাহত রয়েছে।
যদিও মস্কো তার সামরিক হতাহতের সংখ্যা প্রকাশ করেনি, স্বঘোষিত দোনেৎস্ক পিপলস রিপাবলিক (ডিপিআর) ডিপিআর বাহিনীর জন্য এ ধরনের পরিসংখ্যান প্রকাশ করে, যুক্তরাজ্য বলেছে।
তাদের দাবি, ১৬ জুন পর্যন্ত ডিপিআর ২০২২ সালের শুরু থেকে দুই হাজার ১২৮ সামরিক কর্মী নিহত হন এবং আট হাজার ৮৯৭ জন আহত হয়েছেন, যা তার মূল বাহিনীর প্রায় ৫৫ শতাংশের সমতুল্য।
মন্ত্রণালয় জানিয়েছে, এটি খুব সম্ভবত ডিপিআর বাহিনী পুরনো অস্ত্র ও সরঞ্জাম দিয়ে সজ্জিত। উভয়পক্ষে সম্মুখে রিজার্ভ ইউনিট তৈরি এবং মোতায়েন করার ক্ষমতা যুদ্ধের ফলের জন্য ক্রমবর্ধমান সমালোচনামূলক হয়ে উঠছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.